যীশুর ক্রুশে মৃত্যু যন্ত্রণা, বিশ্বাসীর পরিত্রাণ ও অনন্ত জীবন লাভ
Автор: Contai Bethel Evangelical Church
Загружено: 2025-08-28
Просмотров: 21
Описание:
বাক্য পরিবেশন করছেন : Pastor Debasis Ghosh
আজ প্রার্থনা ও ধন্যবাদ জানিয়ে পালক দেবাশীষ ঘোষ ঈশ্বরের বাক্য পরিবেশন করেন। প্রভুদের প্রভ রাজাদের রাজা প্রশংসা করি। পবিত্র বাইবেল শাস্ত্র থেকে আমরা দেখতে পাই যীশু মানব জীবনকে চার শ্রেণী জমিতে পাপ করেছেন এখানে দ্বিতীয় শ্রেণি জমির কথা বিশেষ করে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর জমির লোকেরা তারা যীশুর বাক্য শুনে যীশু কে বহন করে ধন্যবাদ দেয় কিন্তু তাদের গৃহ এমন পাথরের উপরে নির্মিত হয় যার ভেতরে মূল প্রবেশ করতে পারে না। অর্থাৎ তারা আত্মিকভাবে সংযুক্ত থাকতে পারেনা। তাদের সংকট আছে কোন তারা প্রভুর পথ থেকে সরে যায় । প্রভু যীশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন। জগতের পিতা আমরা সন্তানদের ভালোবাসি সেরূপ ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের ভালোবাসেন। আমাদের পাপের জন্য পুত্রকে জগতে পাঠিয়েছিলেন, তিনি সমস্ত বাপের যন্ত্রণা কালভেরির বহন করেছেন। আমরা যখন মন ফিরাই পাপ থেকে, যীশুর কাছে ফিরে আসি তিনি আমাদের পাপের ক্ষমা পরিত্রান অনন্ত জীবন দেন। প্রিয় ভাই বোন আপনারা ভগ্ন চূর্ণ অন্তঃকরণে প্রভু যীশুর কাছে ফিরে আসুন প্রার্থনা করুন তিনি আপনার মনের দুঃখ ব্যথা বহন করবেন এবং আপনাকে আনন্দ শান্তি দেবেন। জয় যীশু আমিন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: