ইটের ধরণ এবং মান যাচাই ( Types & Quality of Brick ) I নির্মাণে আমি I A Shah Cement Initiative
Автор: Shah Cement
Загружено: 2019-09-03
Просмотров: 82397
Описание:
ভালো মানের ইটের উপর বিল্ডিং এর স্থায়িত্ব নির্ভর করে। ইটের আকার , আকৃতি ঠিক না থাকলে সিমেন্ট খরচ বেশি হবে, গাঁথুনিও দুর্বল হয়ে যায়।চলুন জেনে নিই ইটের প্রকারভেদ আর কীভাবে ইটের মান নিশ্চিত হওয়া যায় তার কিছু উপায়।
নির্মাণকাজে ইট প্রধানত তিন শ্রেণীর হয়।
প্রথম শ্রেণীর ইট গাঁথুনীর সব ধরণের কাজে প্রথম শ্রেণির ইট ব্যবহার করতে হবে। এই প্রথম শ্রেণির ইটের দৈর্ঘ্য ৯.৫ ইঞ্চি, প্রস্থ ৪.৫ ইঞ্চি, উচ্চতা ২.৭৫ ইঞ্চি।লক্ষ্য করবেন, প্রথম শ্রেণীর ইট সুষম ভাবে পোড়ানো হয় এবং সাইজ ও সঠিক থাকে।
দ্বিতীয় শ্রেণীর ইটে দ্বিতীয় শ্রেণীর ইট সাইজে কম বেশি হয়ে থাকে এবং পোড়ানোও সুষম হয় না। দ্বিতীয় শ্রেণীর ইট অস্থায়ী গাঁথুনীতে ব্যবহার করা যেতে পারে। এছাড়া কোন স্থায়ী কাজেই এই দ্বিতীয় শ্রেণির ইট ব্যবহারের জন্য নির্দেশিত নয়।
পিকেড বা ঝামা ইট।
এটি প্রথম শ্রেণির ইটের চেয়ে বেশি পোড়া থাকবে। এবড়ো থেবড়ো আকৃতির এই ইট ১ম শ্রেণির ইটের চেয়ে বেশি শক্ত হবে। খোয়া তৈরির জন্য উপযোগী এই ইট গাথুনির কাজে কোন ভাবেই ব্যবহার উপযোগী নয়।
ইটের মান নিশ্চিত করা নির্মাণ কাজের ওন্যতম পূর্বশর্ত। আমরা প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য ও সাইটে মান যাচাই করার কিছু উপায় জেনে নেবো।
প্রথম শ্রেণির ইট রং ও মাপে একই রকম হবে
দুটো ইট পাশাপাশি নিয়ে আঘাত করলে ধাতব শব্দ শোনা যাবে।
১নং ইটের ক্ষেত্রে হাতুরি দিয়ে আঘাত করলে ধাতব আওয়াজ হয়, সাধারণ ইটে তা হয় না।
দুটি ইট দিয়ে ‘টি’ গঠন করে ৩ ফুট উপর থেকে ফেলে দিলে সেগুলি ভাঙবে না
ভালো ইটে নখ দিয়ে আঁচড় দিলে সহজে দাগ পড়ে না।
২৪ঘণ্টা পানিতে ডুবিয়ে রাখলে নিজ ওজনের সব্বোচ ১৫% পানি শোষণ করবে
একটি ইটের ন্যূনতম কম্প্রেসিভ শক্তি হবে ৩০০০ PSI
ইট ব্যবহারের পূর্বে অবশ্যই ন্যুনতম ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়, শুধু পাইপ দিয়ে ভিজানো পর্যাপ্ত নয়।
ব্যবহারের ২ ঘন্টা আগে ইট পানি থেকে উঠিয়ে নিতে হবে।
আমরা জেনে নিলাম কীভাবে ভালো মানের ইট চিনে নিতে হয়। অনেক সময় ১ম শ্রেণির ইটের সাথে ২য় বা ৩য় শ্রেণীর ইট মিশিয়ে সরবরাহ করা হয়। কাজেই ইট সরবরাহ নেওয়ার সময় তা ভালোভাবে দেখে নিতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: