ফজরের নামাজের পর কষ্টকরে দোয়াটি ১ বার পড়ুন । সন্ধ্যার মধ্যে ফল পাবেন । বৃষ্টির ফোটার মত রিজিক আসবে
Автор: Dini Amol
Загружено: 2022-08-20
Просмотров: 44490
Описание:
ফজরের নামাজের পর কষ্টকরে দোয়াটি ১ বার পড়ুন । সন্ধ্যার মধ্যে ফল পাবেন । বৃষ্টির ফোটার মত রিজিক আসবে #Dini_Amol
ফজরের নামাজের পর আমল এবং দোয়াঃ
ফজর নামাজের পর অনেক আমল করা যায় এবং এর ফজিলত ও অনেক বেশি। নবী করীম সাঃ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর সাতবার আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই দোয়াটি পাঠ করবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে।
ফজর নামাজের পর নবী করীম সাঃ সবাইকে ইয়াসিন সূরাও পাঠ করতে বলেছেন। এছাড়াও ফজর নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতের প্রবেশ করার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধাঁ থাকবে না।
যে দোয়ায় অভাব দূর হয়ঃ
নবী সা. বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে।
দোয়াঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি, ওয়াল কিল্লাতি, ওয়াজজিল্লাতি, ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আও উজলিমা।
ইস্তেগফার পড়ার ফজিলতঃ
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘যে ব্যক্তি নিয়মিত ইসতেগফার করবে (আস্তাগফিরুল্লাহ) আল্লাহতায়ালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। ( ইবনে মাজাহ )
আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে প্রতেকদিন ফজরের নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়ার তাওফিক আমাদের দিন। আমিন ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: