ডকুমেন্টারী : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ । Documentary : 9th Bangladesh Games 2020
Автор: Humayon Shamrat
Загружено: 2022-11-03
Просмотров: 46
Описание:
ডকুমেন্টারী : বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০ । Documentary : 9th Bangladesh Games 2020
A Documentary Making by : Humayon Shamrat
দুবাই এক্সপো ২০২০ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্মিত ডকুমেন্টারী। যা দুবাই এক্সপো ২০২০ এ বাংলাদেশ প্যাভিলিয়নে প্রচারিত হয়।
উল্লেখ, দুবাই এক্সপো ২০২ ‘এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের ক্রীড়ার বিভিন্ন বিষয়ের উপর তৈরী মোট ১৭টি ডকুমেন্টারী প্রদর্শীত হয় ৬মাস ব্যাপী।
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০
দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সব সময় স্বচেষ্ট বর্তমান ক্রীড়া বান্ধব সরকার। আর তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০” আয়োজনের জন্য বানিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার।
টুঙ্গী পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধীস্থলে শ্রদ্ধা নিবেদন এর মাধ্যমে গেমস মশাল ক্রীড়াবিদের হাতে তুলে দেন বিওএ সভাপতি ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
টুঙ্গীপাড়া থেকে দেশ সেরা ক্রীড়াবিদরা গেমস মশাল বহন করে ঢাকায় অলিম্পিক ভবন প্রাঙ্গণে এনে মশাল হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এর হাতে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠে দেশের সব চেয়ে বড় ও কাঙ্খিত “বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০” এর। ১এপ্রিল ২০২১ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী “বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০” এর উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গেমস মশাল নিয়ে গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন মিলা মাঠ প্রদক্ষিন করেন। পরে আনুষ্ঠানিক ভাবে গেমস গেমস মশাল প্রজ্জলন করেন গলফার সিদ্দিকুর রহমান। খেলোয়াড়দের গেমস শপথ বাক্য পাঠ করান দেশসেরা আরচার রোমান সানা।
আতশবাজির ঝলকানি, লেজার শো আর দেশের স্বনামধন্য শিল্পীদের পারফরমেন্সে মুখোরিত হয়ে উঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
১-১০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত দেশের ক্রীড়াঙ্গনের সব চেয়ে বড় আয়োজন বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিনে ৫৩০০জন ক্রীড়াবিদ অংশ গ্রহন করেন। ৩৭৮টি স্বর্ণ পদক সহ মোট ১২৭১টি পদক জয়ের লক্ষ্যে নিজেদের সেরাটা দিয়ে লড়েন ক্রীড়াবিদরা।
দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মোট ২৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় গেমস এর খেলা সমূহ। গেমস এর অনন্তরভুক্ত ৩১টি ডিসিপ্লিন হলো : অ্যাথলেটিক্স, আরচারি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, হকি, জুডো, রোইং, শুটিং, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্ডো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, দাবা, ক্রিকেট, কাবাডি, কারাতে, উশু, খো খো, শরীর গঠন, রাগবি ও রোলার স্কেটিং।
পদক জয়ের লড়াইয়ে একে অন্যের সাথে তীব্র প্রতিদন্দ্বিতায় মেতে উঠে খেলোয়াড়রা। প্রতিটি ভেন্যু হয়ে উঠে মুখোরিত। শুধু স্বর্ণ কিংবা রৌপ্য জয় নয়, নতুন নতুন জাতীয় রেকর্ড গড়েন ক্রীড়াবিদরা। সব মিলে গেমসে মোট ৬০টি নতুন জাতীয় রেকর্ড গড়েন খেলোয়াড়রা। গেমসে সবচেয়ে বেশি ৩৪টি রেকর্ড সৃষ্টি হয় ভারোত্তোলন ডিসিপ্লিনে। এছাড়া সাইক্লিংয়ে ১৩টি, সুইমিংয়ে ১১টি আরচারীতে ১টি এবং এ্যাথলেটিক্স এ ১টি রেকর্ড সৃষ্টি হয়।
গেমসে ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ ৮টি স্বর্ণ পদক জেতার অনন্য কৃতিত্ব দেখান নারী সাঁতারু টুম্পা।
দশ দিনের লড়াই শেষে গেমসে শ্রেষ্ঠত্ব দেখায় বাংলাদেশ আনসার। পদক তালিকায় সেরা হওয়া দলটি গেমসে অর্জন করে ১৩২টি স্বর্ণ, ৮০টি রৌপ্য ও ৫৭টি ব্রোঞ্জসহ মোট ২৬৯টি পদক।
পদক তালিকায় দ্বিতীয় হয় বাংলাদেশ সেনাবাহিনী। দলটি পায় ১১৫টি স্বর্ণ, ৯৯টি রৌপ্য ও ৮৩টি ব্রোঞ্জসহ মোট ২৯৭টি পদক।
এছাড়া ৬৩টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জসহ মোট ১২৭টি পদক পেয়ে মেডেল টেবিলে তৃতীয় হয় বাংলাদেশ নৌবাহিনী।
মহামারী করোনা পরিস্থিতর কারনে সবার নিরাপত্তার কথা বিবেচনা করে গেমস এর সমাপনী অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত করে বিওএ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী “বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০” এর সমাপনী ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল।
নিভে যায় গেমস মশাল। অল্প সময়ের আর্কষনীয় লেজার শো ও আতশবাজির ঝলকানির মধ্য দিয়ে সমাপ্তী ঘটে “বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০”।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: