English to Bangla Vocabulary: Part-2 (BCS, Bank, Other Government Jobs, IELTS & GRE)
Автор: Trust on Yourself
Загружено: 2020-02-01
Просмотров: 30
Описание:
বিসিএস, ব্যাংক জব, সরকারী অন্যান্য জবের নিয়োগ পরীক্ষায় প্রায় ইংরেজি ভোকাবুলারি দেয়া থাকে, যা জানা থাকলে সহজেই কম সময়ের উত্তর করা যায়। ইংরেজি শব্দের অর্থ জানা থাকলে সহজেই synonym & antonym এর উত্তর করা যায়। এছাড়া Passage, Fill in the Blanks, Analogy প্রভৃতি বিষয়গুলোও ইংরেজি শব্দের অর্থ জানা থাকলে দ্রুত উত্তর করা সম্ভব। মোট কথা, যেকোন কম্পিটিটিভ এক্সামে ইংরেজি সেকশনে ভালো মার্ক্স পেতে হলে, ভোকাবুলারি শেখার কোন বিকল্প নেই।
বিসিএস, ব্যাংক জব, সরকারী অন্যান্য জবের নিয়োগ পরীক্ষার ইংরেজি সেকশন এনালাইসিস করে দেখা যায় যে, কিছু ভোকাবুলারি রয়েছে যেগুলো প্রায় বিভিন্ন পরীক্ষায় দেয়া হয়। তাই এ কমন ভোকাবুলারি গুলো শিখলেই ইংরেজিতে ভালো করা সম্ভব বলে আমি মনে করি। তাই বিগত ২০ বছরে ইংরেজিতে আসা কমন ভোকাবুলারি নিয়ে আমাদের এই ভিডিও সিরিজ। প্রতি সিরিজে আমরা ১০টি করে ভোকাবুলারির অর্থ synonym সহ আপলোড করব।
আমরা সবাই কম বেশি ইংরেজি শব্দ জানি। তারপরেও কোন জটিল বাক্য গঠন করার সময় কিংবা ইংরেজিতে কথা বলার সময় এই শব্দ কম জানার জন্য অনেক ক্ষেত্রে আটকে যাই। তখন মূলতঃ আমরা ভোকাবুলারি শেখার বা জানার প্রয়োজনীয়তাটা উপলব্ধি করি। ছাত্র জীবনের কোন না কোন পর্যায়ে আমরা ভোকাবুলারি শেখার চেষ্টা করি। এছাড়াও যারা বাইরে পড়তে যেতে চান তাদেরকে IELTS or TOEFL দিতে হয়, এসকল টেস্টে ভালো স্কোর তুলতে হলে ভোকাবুলারির স্টক বাড়ানোর কোন বিকল্প নেই। ভোকাবুলারির স্টক সমৃদ্ধ থাকলে, আপনি GRE তেও ভালো মার্ক তুলতে পারবেন।
অনেকের একটা কমন অভিযোগ যে, এত ভোকাবুলারি পড়ি কিন্ত মনে থাকেনা। কীভাবে ভোকাবুলারি মনে রাখব? সহজে ভোকাবুলারি শেখার কোন উপায় আছে কি না? থাকলে উপায়গুলো কী কী? এরকম হাজারো প্রশ্ন আমাদের মনে আসে। কিছুদিন ভোকাবুলারি মুখস্থ করে অনেকেই হাল ছেড়ে দেন, হতাশ হয়ে পড়েন অল্পতেই। আজকের ভিডিও মূলতঃ তাদের জন্য যারা ভোকাবুলারি শিখতে চান। ভোকাবুলারি সাধারণভাবে মুখস্থ করলে মনে থাকেনা, তাই আমরা প্রতিটি ভোকাবুলারির সাথে একটি করে চিত্র উপস্থাপন করব কারণ চিত্রগত ভাবে কোন কিছু দেখলে তা আমাদের ব্রেইন সহজে মনে রাখতে পারে।
আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিও বা আমাদের চ্যানলের কন্টেন্ট সংক্রান্ত ব্যাপারে আপনার কোন মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এছাড়াসোস্যাল মিডিয়াতেও যোগাযোগ করতে পারেন। আপনার মূল্যবান মতামত আমাদেরকে চ্যানেলের কন্টেন্ট এবং কোয়ালিটি বৃদ্ধি করতে সহায়তা করবে। ধন্যবাদ।
Contact: Facebook.com/shazzad.du
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: