হাতে ধানের চারা রোপণের দিন শেষ-মেশিনে ধানের চারা রোপণে বাংলাদেশ- মেশিনের জন্য ধানের চারা উৎপাদন
Автор: Kbd Engr Ziaul Huda
Загружено: 2021-03-17
Просмотров: 1321
Описание:
#ধানের_চারা_রোপণ_যন্ত্র #মেশিনে_ধান_রোপণ #Rice_Transplanter
হাতে ধানের চারা রোপণের দিন শেষ, মেশিনে ধানের চারা রোপণে বাংলাদেশ- মেশিনের জন্য ধানের চারা উৎপাদন পদ্ধতি(বীজ সংগ্রহ থেকে টিলারিং পর্যন্ত)
রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের জন্য চারা উৎপাদন করতে হবে- রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে রোপণের উপযোগী চারা তৈরি করার ধাপসমুহঃ
১) বীজ সংগ্রহ ও শোধনঃ ভাল জাতের বীজ বাজার থেকে সংগ্রহ করে প্যাকেট খুলে ২-৩ ঘন্টা রোদে শুকাতে হবে। এরপর প্রতি ৫ কেজি বীজের জন্য ১০ লিটার পানিতে ২০ গ্রাম কার্বন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক (ভিটাভেক্স, প্রোভেক্স, নোইন, ম্যানসার প্রভৃতি) ভালভাবে মিশিয়ে
বীজ ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ৩-৪ ঘন্টা ভিজানোর পর নতুন পানিতে ১২-১৪ ঘন্টা ভিজিয়ে ২৪-৪৮ঘন্টা জাগ দিয়ে রাখতে হবে। এরপর জাগ খুললে দেখা যাবে ধানের বীজ অঙ্কুরিত হয়ে গেছে। এভাবে ধান, গম, ভুট্টা, আলু সহ যেকোন সবজি বীজ শোধন করে নিলে বীজ বাহিত ছত্রাকনাশক রোগ থেকে ফসলকে রক্ষা করা যায়।
২) ট্রে তে বীজ বপনঃ বীজ জার্মিনেশনের পর নির্দিষ্ঠ মাপের ট্রে(২৮ সেঃমিঃ*৫৮ সেঃমিঃ*৩সেঃমিঃ) তে বীজ বপন করতে হবে। এই ট্রে তে উফসী জাতের ১২০ গ্রাম বীজ বপন করা যায় এবং হাইব্রিড বীজ হলে ৮০ গ্রাম বীজ লাগে।
৩) শেড তৈরীঃ বোরো ধানের ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি মাসে তীব্র শীত থাকে । তাই ধানের ছোট চারা কে কোল্ড ইনজুরি থেকে বাচাতে শেড বা ছাউনি দিতে হবে।
৪) চারার বৃদ্ধিতে সার প্রয়োগঃ চারার রঙ হলুদ হয়ে গেলে বা বৃদ্ধি কমে গেলে পরিমিত মাত্রায় সার প্রয়োগ করতে হবে। ৫০ লিটার পানিতে দস্তা ১০০ গ্রাম, সালফার ১০০ গ্রাম, ইউরিয়া ১৫০ গ্রাম ও পটাশ ১৫০ গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে।
৫) চারার বয়স ২০-২২ দিন হলে চারার উচ্চতা প্রায় ১০-১২ সেঃমিঃ হয় এবং তা রোপণের উপযোগি হয় এবং যত্ন সহকারে ট্রে তুলে নিয়ে মেশিনে স্থাপন করে রোপণ করতে হবে। প্রতি একর জমির জন্য চারা উৎপাদন করতে ৯০ টি ট্রে লাগে।
বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ধানের চারা রোপণ করার এই আধুনিক কৃষি যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টার দেশের হাওর ও উপকূলীয় অঞ্চলের জন্য ৭০% সরকারি ভর্তুকি ও অন্যান্য অঞ্চলের জন্য ৫০% ভর্তুকিতে আগ্রহী কৃষক, কৃষক দল ও কৃষি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্য সরকারি নিয়মানুযায়ী বিতরণ করা হচ্ছে। কৃষক, কৃষক দল ও কৃষি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে অবশ্যই ভর্তুকি বাদে যন্ত্রে বাকি মূল্য নগদে পরিশোধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিভাবে এ যন্ত্রটি সরকারি ভর্তুকিতে পাওয়া যাবে তা বিস্তারিতভাবে জানতে আপনার উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন।
বিশেষ দ্রষ্টব্যঃ আমাদের কাছে ধানের চারা তোইরি করার ট্রে পাবেন (০১৭৭৯৫২৯৫১২)
ভিডিওঃ Fiac Duptara
Subscribe to my channel
/ kbdengrziaulhudadae
Facebook Page: / advancedagriculturebd
Facebook Group: / 943418372766129
Instagram: / advancedagriculturebd
রাইস ট্রান্সপ্লান্টার,চারা রোপন যন্ত্র,চারা রোপন মেশিন,ধানের চারা রোপন যন্ত্র,ধানের চারা রোপন মেশিন,চারা রোপনের আধুনিক যন্ত্র,চারা রোপনের আধুনিক মেশিন,ধানের চারা রোপনের আধুনিক যন্ত্র,ধানের চারা রোপনের আধুনিকক মেশিন,rice transplanter,
আপনাদের কৃষি কাজকে আরো আধুনিক ও সহজ করতে আমরা কিছু কৃষি উপকরণ নিয়ে এসেছি। আমাদের কাছে পাবেনঃ
১) #সীডলিং ট্রে - ৬৫ টাকা পিস(১৫৫ গ্রাম ওজন, ৫০/৭২/১০৫/১২৮/২০০ সেল), মিনিমাম অর্ডার ১০ টি
২) #ট্রান্সপ্লান্টিং/জার্মিনেটিং/হাইড্রোপনিক ট্রে – ৫৮ সেঃমিঃ * ২৮ সেঃমি * ৩ সেঃমি, ৪২০ গ্রাম- ১৫০ টাকা, মিনিমাম অর্ডার ৫টি
৩) #মালচিং ফিল্ম- ৪০০মিঃ-৫৫০০ টাকা, ৫০০মিঃ - ৬০০০ টাকা, ৪ ফুট প্রশস্ত, ২৫ মাইক্রন
৪) #কোকোপিট ব্লক - ২৭০ টাকা(৪.৫ কেজি)
৫) ১০০% ড্রাই নেটেড #কোকোপিট প্রতি কেজি ৪০ টাকা (১০ কেজি বস্তা)-মিনিমাম অর্ডার ৫০ কেজি।
৬) ১০% ময়েশ্চার #কোকোপিট (গোল্ডেন কালার) প্রতি কেজি ২০ টাকা, মিনিমাম অর্ডার ৫০ কেজি।
৭) ১০% ময়েশ্চার (ব্ল্যাক কালার, লো-ইসি) #কোকোপিট প্রতি কেজি ১৫ টাকা, মিনিমাম অর্ডার ৫০ কেজি।
৮) #ভার্মিকম্পোস্ট- প্রতি কেজি ২০ টাকা, মিনিমাম অর্ডার ৫০ কেজি।
৯) #কোকো গ্রোয়িং স্টিক - ১০০ টাকা(৩২/৩৮ ইঞ্চি), মিনিমাম অর্ডার ১০ টি।
১০) #কোকো ওয়াল হ্যাঙ্গিং বাস্কেট - ৪৫০ টাকা
১১) #গ্রিনবল হাইব্রিড বেগুন বীজ-১৫০ টাকা(৫ গ্রাম- ৮০০ বীজ)
১২ #পাকিজা হাইব্রিড তরমুজ বীজ ১২০০ টাকা(৫০ গ্রাম ১০০০ বীজ)
১৩) #ময়নামতি শসা(১০ গ্রাম)- ৩৪০ টাকা
১৪) #সুপার সুপার সুমি (Super Shomy)- ৬০০ টাকা- ১৪০০ বীজ
১৫) #হাড়ের_গুড়া- ৪৫ টাকা কেজি, মিনিমাম অর্ডার ৫ কেজি
১৬) ম্যানসার (ছত্রাক নাশক)- ১০০ গ্রাম প্যাকেট – ১৪৫ টাকা
১৭) Neem Cake (নীমের খৈল), ৯০ টাকা কেজি, মিনিমাম অর্ডার ৫ কেজি
১৮) #এস ও পি সার- ১২০ টাকা কেজি, মিনিমাম অর্ডার ৫ কেজি
আমরা সারাদেশে কুরিয়ারে আমাদের পণ্য পাঠিয়ে থাকে। অগ্রিম মূ্ল্য পরিশোধ করে অর্ডার কনফার্ম করতে হবে। কন্ডিশনে নিতে হলে অর্ধেক মূল্য অগ্রিম পরিশোধ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করার একমাত্র নাম্বার 01779529512(কল, হোয়াটসএপ, ইমো)।
……………………………………..
আপনাদের কৃষি কাজের সর্বাঙ্গিন সাফল্য কমনায় আমি
কৃষিবিদ মোঃ জিয়াউল হুদা
মানিকগঞ্জ, ঢাকা থেকে।
আমাদের সব পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুক পেজ: Advanced Agriculture ভিজিট করুন। সবাই ভাল থাকুন, সুথ্য থাকুন। আল্লাহ হাফেজ।
@KrishiBioscope @KRISHIKORCA @krishitube8295 @DeeptoKrishibd
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: