কুরানের কিছু আয়াত কি চিরতরে হারিয়ে গেছে?Br. Rahul Hossain
Автор: the eye of islam ইসলামের দৃষ্টি
Загружено: 2019-07-29
Просмотров: 212
Описание:
অভিযোগ :- নাস্তিক এবং খ্রীষ্টান সুনান ইবন মাজাহতে বর্ণিত একটি রেওয়ায়েত ব্যবহার করে খ্রিষ্টান মিশনারী ও নাস্তিক-মুক্তমনারা দাবি করতে চায় যেঃ কুরআনের কিছু আয়াত চিরতরে হারিয়ে গিয়েছে কেননা সেগুলো যে পৃষ্ঠায় লেখা ছিল, সেটিকে একটি বকরী খেয়ে ফেলেছিল।কুরআনের সংরক্ষণকে প্রশ্নবিদ্ধ করে ইসলামবিরোধীরা যেসব (অপ)যুক্তি দাঁড় করায়, তার মধ্যে অন্যতম বিখ্যাত(অথবা কুখ্যাত) যুক্তি এটি।
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ ﻟﻘﺪ ﻧﺰﻟﺖ ﺁﻳﺔ ﺍﻟﺮﺟﻢ ﻭﺭﺿﺎﻋﺔ ﺍﻟﻜﺒﻴﺮ ﻋﺸﺮﺍ ﻭﻟﻘﺪ ﻛﺎﻥ ﻓﻲ ﺻﺤﻴﻔﺔ ﺗﺤﺖ
ﺳﺮﻳﺮﻱ ﻓﻠﻤﺎ ﻣﺎﺕ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﺗﺸﺎﻏﻠﻨﺎ ﺑﻤﻮﺗﻪ ﺩﺧﻞ ﺩﺍﺟﻦ
ﻓﺄﻛﻠﻬﺎ
অর্থঃ আয়িশা(রা) থেকে বর্ণিত; তিনি বলেন, “রজমের ও বয়স্কদের দশ ঢোক দুধপানের আয়াত নাযিল হয়েছিল এবং সেগুলো একটি সহীফায় (লিখিত) আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসুলুল্লাহ( ﷺ) ইন্তিকাল করেন এবং আমরা তাঁর ইন্তিকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি বকরী এসে তা খেয়ে ফেলে।”
লাইভ আলোচনা :মুসলিম ডিবেটর ও স্কোলার ব্রাদার রাহুল,তানভির আহমেদ শরীফ,সায়েম শাহারিয়ার, রুহুল আমিন সিরাজি,মুহাম্মদ ইব্রাহিম ও এরশাদ রায়হান
[সুনান ইবন মাজাহ]
৩০/০৭/১৯
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: