অর্জুনের পুত্র পরিক্ষিৎ রাজার মৃত্যু বিবরন।
Автор: DURGA MAA
Загружено: 2025-11-11
Просмотров: 7
Описание:
ক্যাশাপ কে বিদায় দিয়ে নাগরাজ তক্ষক সব সর্পকে স্মরণ করলেন। সাথে সাথে সেখানে অনেক সর্প এলেন, তার পর নাগরাজ তক্ষক তাদের বললেন, আজ আমি সূর্য অস্তের আগেই পরিক্ষিৎ রাজাকে দংশন করব। তোমরা সবাই ব্রাহ্মনের বেশ ধারন করো।
সঙ্গে সঙ্গে তারা ব্রাহ্মনের বের ধারন করল। মন্ত্র শক্তির বলে তাদের সবার হাতে বিভিন্ন ফলের জুড়ি রাখল। তার পর নাগরাজ তক্ষক তাদের বললেন, আমি একটি কীটের রূপ ধারন করে তোমাদের ফলের মধ্যে রইব। তারপর তিনি সুন্দর একটা কীটের বেশে ফলের উপর অবস্থান করল। ব্রাহ্মন বেশে সব নাগ রাজার কাছে গেল। রাজা তাদের বলল, হে ব্রাহ্মন গন আমার প্রনাম গ্রহণ করো। ব্রাহ্মন বেশে নাগ রা বলল, হে রাজন, আমাদের ফলমূল আপনি গ্রহন করুন তারপর রাজা তাদের কাছ থেকে ফলমূল নিয়ে তাদের বিদায় দিল। ঠিক সন্ধ্যার সময় রাজা মন্ত্রীদের বলল, হে মন্ত্রী গন আমার জন্য ফল নিয়ে আসুন আমার ক্ষুধা লেগেছে। তখন মন্ত্রী গন রাজার জন্য ফল নিয়ে এলো। তখন রাজা ফলের মধ্যে ছোট্ট কৃষ্ণ বর্ণ কীট দেখতে পেলো। রাজা পরিক্ষিৎ সে কীট কে হাতে নিয়ে হাসতে হাসতে বলল, সূর্য এখন অস্ত যাবে। আমার আর মৃর্ত্যু ভয় নেই। তখন তিনি কীট টা কন্ঠ দেশে রেখে বলল, শৃঙ্গীর বাণী সত্য এই কীট তক্ষক হয়ে আমাকে দংশন করুক। সাথে সাথে কীট নাগরাজ তক্ষক হয়ে রাজা কে দংশন করল। বিষের আলোয় চারদিক আলোকিত হয়ে গেল। মন্ত্রীগন সবাই পালিয়ে গেল।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: