ধানের গান্ধী পোকা ও শীষ কাটা লেদা পোকা দমনে করণীয় জানুন ||Maturity Care Of Rice
Автор: Agricultural Review
Загружено: 2024-10-29
Просмотров: 66
Описание:
ধানের গান্ধী পোকা (Rice Bug)
পরিচিতিঃ
গান্ধীপোকা এক ধরণের দুর্গন্ধ ছড়ায় যার ফলে এর নাম গান্ধীপোকা।
এ পোকা সরু লম্বা পা ও শুড় বিশিষ্ট, বাচ্চা সমূহ সবুজ থেকে বাদামী এবং পূর্ণবয়স্ক পোকা বাদামী থেকে হলদে সবুজ বর্ণের হয়।
জীবনকাল ৬০-৯০ দিনের হয়। জীবনচক্রের স্তর ৪ টি- ডিম ৩-৬ দিন, নিম্ফ ১৫-৩০ দিন, পূর্ণবয়স্ক ৩০-৫০ দিন এবং বছরে ৫ টি জেনারেশন দিতে পারে।
স্ত্রী পোকা পাতার উপর ২৪-৩০ টি গোলাকার খয়েরী রঙ এর ডিম সারি করে পাড়ে।
ক্ষতির ধরণঃ
বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়ই ধানের দুধ অবস্থায় বাড়ন্ত দানা থেকে রস চুষে নেয় ফলে ধানে চিটা হয়।
শক্ত দানা অবস্থায় আক্রমণ করার ফলে আক্রান্ত স্থান কালো হয়ে যায় এবং চাউলের মান খারাপ হয়।
ক্ষতির ব্যপ্তিঃ
ধানের গান্ধী পোকা সময়মত দমন করা না গেলে, মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে ফসলের জন্য এবং অনেক সময় ৩০% পর্যন্ত ফলন কমিয়ে দেয়।
জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ
হাতজাল দিয়ে গান্ধী পোকা ধ্বংস করা।
জমি হতে ২০০-৩০০ মিটার দূরে আলোর ফাঁদ ব্যবহার।
ডিমের গাঁদা সংগ্রহ।
শামুকের মাংসে বিষ মেখে পুটলি করে ক্ষেতের মাঝে মাঝে ঝুলিয়ে রেখে দমন করা যায়।
রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
গান্ধী পোকা দমনের জন্য- ক্লোরোপাইরিফস + সাইপারমেথ্রিন ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা ল্যাম্বডা সাইহ্যালোথ্রিন ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা ক্লোরোপাইরিফস ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা কার্টাপ + অ্যাসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক ৩ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: