সূরা লুকমান ২৯-৩১ আয়াত -- sura lukman 29-31 -- কুরআন তিলাওয়াত
Автор: 5 Minutes School
Загружено: 2025-08-25
Просмотров: 31
Описание:
সূরা লুকমান
২৯-৩১ আয়াত
sura lukman 29-31
কুরআন তিলাওয়াত
সূরা লুকমান হলো কুরআনের ৩১তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে ৩৪টি আয়াত রয়েছে। এই সূরার নামকরণ করা হয়েছে প্রজ্ঞা ও সদুপদেশদাতা হিসেবে পরিচিত লুকমান হাকিমের নামানুসারে। সূরায় লুকমান তাঁর পুত্রকে বিভিন্ন বিষয়ে মূল্যবান উপদেশ দিয়েছেন, যা এই সূরার মূল বিষয়বস্তু।
সূরা লুকমান আল্লাহর একত্ববাদের উপর জোর দেয় এবং শিরকের (আল্লাহর সাথে অংশীদার স্থাপন) ভয়াবহতা বর্ণনা করে। এটি মানুষকে শিরক থেকে দূরে থাকার নির্দেশ দেয়।
সূরাটিতে পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্য ও সদ্ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
লুকমান হাকিম তাঁর পুত্রকে বিভিন্ন বিষয়ে মূল্যবান উপদেশ দেন, যেমন- বিনয়ী হওয়া, নম্রভাবে কথা বলা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং পৃথিবীতে অহংকার পরিহার করা।
সূরাটিতে আল্লাহর সৃষ্টি এবং মানুষের প্রতি তাঁর অগণিত অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
সূরাটি পরকাল এবং আল্লাহর কাছে বান্দার কর্মফলের হিসাব দেওয়ার বিষয়টির উপর আলোকপাত করে।
সূরা লুকমান মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ও পথপ্রদর্শক সূরা, যা তাদেরকে সঠিক পথে চলতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে।
5MinutesSchool
5 Minutes School
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: