Dharmapur Bara Banik Bari, Amin Bazar, Feni.
Автор: Frame by Amit
Загружено: 2025-11-30
Просмотров: 23
Описание:
শিরোনাম: “ধর্মপুর বড় বণিক বাড়ী: দুই শতাব্দীর ঐতিহ্যের আলেখ্য"
বাংলার উপকূলীয় জনপদ ফেনীর হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অবিচ্ছিন্ন ইতিহাস—ধর্মপুর বড় বণিক বাড়ী। প্রায় দুই শতাব্দী ধরে এই বাড়ি সাক্ষ্য দিচ্ছে সময়ের, সংস্কৃতির, এবং বণিক বংশের গৌরবগাথার।
১৮৩৫ সাল। লাহা স্টেটের কাছ থেকে জমিদারী ক্ষমতা লাভ করেন চার সহোদর—
জগৎচন্দ্র বণিক, গৌরচন্দ্র বণিক, রামচন্দ্র বণিক এবং পদ্মলোচন বণিক। তাদের সুদূরপ্রসারী চিন্তা ও দূরদৃষ্টির প্রতিফলনেই নির্মিত হয় এই বনেদী জমিদার ভবন—আজকের ধর্মপুর বড় বণিক বাড়ী।
এ শুধু একটি বাড়ি নয়, বরং ছিল একটি রাজকীয় আবাস। এখান থেকেই পরিচালিত হতো বণিক বংশের জমিদারী কার্যক্রম, প্রশাসনিক বৈঠক, আর সামাজিক–ধর্মীয় আনুষ্ঠানিকতা।
সময়ের ক্ষয়ে রাজভবনের বেশিরভাগই বিলীন হলেও আজও টিকে আছে তার স্মৃতিমূর্তি।
শ্রীশ্রী দূর্গা মন্দির—যেখানে প্রতি বছর পূজার ঢাকে কাঁপে পুরো গ্রাম। রাধা–গোবিন্দের দোল মন্দির—যা অতীতের আভিজাত্য আজও ধারণ করে। জগন্নাথ, বলদেব,শুভদ্রা মহারানীর সমাধি মন্দির ( ফেনী শহরে অবস্থিত জগন্নাথ মন্দিরের ২ সেট পুরাতন শ্রী বিগ্রহ এই স্থানে সমাধিস্থ করা হয়। পাশেই রয়েছে রাজকীয় পুকুরঘাট। যেখানে জমিদার পরিবারের উৎসব, কীর্তন আর আনুষ্ঠানিকতার নানা স্মৃতি ছড়িয়ে রয়েছে।
বিস্তৃত উঠান, পুরনো ইটের দেয়াল, মন্দিরের কারুকাজ—সব মিলিয়ে যেন হারিয়ে যাওয়া একটি অধ্যায় নতুন করে জীবন্ত হয়ে ওঠে।
সময় বয়ে চলে তার নিজের নিয়মে। রাজসিক ভবনের সেই জৌলুস আজ নেই—কিন্তু ইতিহাসের শিকড় রয়ে গেছে অবিকল। প্রায় ১৯০ বছরের স্মৃতি ধরে রেখেছে এই ভবন, যেন অতীতের গল্পগুলো আজও দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়।
ধর্মপুর বড় বণিক বাড়ী শুধু স্থাপনা নয়—একটি জীবন্ত সংস্কৃতি। এখানে আজও ছোট বড় সকল পূজা–পার্বণ পালন করা হয় সনাতন কৃষ্টি ও আচার—অনুষ্ঠান মেনে। দুর্গাপূজার ঢাক, দোলযাত্রার আবির, সন্ধ্যা আরতি আলোকছটা—সব মিলে এই বাড়ি আজও সনাতন ধর্মের এক পবিত্র কেন্দ্রবিন্দু।
যুগ বদলায়, মানুষ বদলায়। কিন্তু ইতিহাস কোনদিন হারায় না।
ধর্মপুর বড় বণিক বাড়ী আজও বয়ে চলেছে তার ঐতিহ্যের ধারাবাহিকতা— বংশের উত্তরসূরিদের হাত ধরে, পূজার বর্ণিল উৎসব ধরে, আর স্থানীয় মানুষের অকৃত্রিম ভালোবাসায় বাঁচিয়ে রাখা স্মৃতিগুলো ধরে।
ধর্মপুর বড় বণিক বাড়ী—এ শুধু একটি স্থান নয়,
এ এক জীবন্ত ইতিহাস, একটি বংশের উত্তরাধিকার, একটি গ্রাম্য সভ্যতার গর্ব।
দুই শতাব্দী পেরিয়েও আজও সে দাঁড়িয়ে আছে—
নিঃশব্দে বলে যাচ্ছে তার অতীতের অমর কাহিনি।
@FramebyAmit #Dharmapurbanikbari #Aminbazar #feni
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: