ইসলামে সুদ কেন হারাম | মুফতি সানাউল্লাহ নেছারী | Why interest is forbidden in Islam
Автор: Alor Pothe
Загружено: 2021-10-28
Просмотров: 659
Описание:
Why interest is forbidden in Islam | ইসলামে সুদ কেন হারাম | Mufti Sanaullah Nesari | মুফতি সানাউল্লাহ নেছারী
আল-কোরআনে সুদকে বলা হয়েছে রিবা। রিবা শব্দের আভিধানিক অর্থ হলো বৃদ্ধি, অতিরিক্ত, বেশি ইত্যাদি। কোনো পণ্য, দ্রব্য বা অর্থের বিনিময়ে অতিরিক্ত পণ্য, অর্থ বা দ্রব্য আদায়ের কাজই হলো রিবা বা সুদ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন হালাল। সুদ হলো একটি অত্যাচারী আর নিকৃষ্টতম প্রথা।
এর কারণে সম্পদ একশ্রেণির মানুষের কাছে গচ্ছিত থাকে আর সমাজে সৃষ্টি হয় শ্রেণিবৈষম্য।
সুরা বাকারায় আল্লাহ বলেন, ‘হে ইমানদার লোক, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় কর। তোমাদের কাছে আগের সুদি কারবারে যে সব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যিই তোমরা ইমানদার হও।’ আয়াত ২৭৮।
সুদের ৭৩টি স্তরের মধ্যে সবচেয়ে নিচু স্তরটি হলো আপন মায়ের সঙ্গে ব্যভিচার করার সমতুল্য। সুদের সবচেয়ে ছোট ক্ষতি হলো মালের বরকত উঠে যাওয়া।
আমাদের মনে রাখতে হবে ইমান আনার অর্থ শুধু নামাজ আদায় আর রোজা রাখা নয়, অবৈধ সম্পদ থেকে দূরে থাকাও ইমান ও তাকওয়ার শর্ত।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: