কিয়ামতের ছোট আলামত সমূহ পার্ট-০২। The Minor Signs of the Day of Judgment (Part 02)
Автор: STORY TELLER
Загружено: 2024-09-16
Просмотров: 550
Описание:
নাম্বার এক। অভদ্রদের শম্মানী বলে গণ্য হওয়া ।
কিয়ামত নিকটবর্তী হলে সবচেয়ে বোকা লোকেরা সবচেয়ে সম্মানী বলে গণ্য হবে ।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, যতক্ষণ না পৃথিবীতে নির্বোধ লোকেরা শম্মানী বলে বিবেচিত না হবে।
লোকেরা অজ্ঞ লোকদের কাছ থেকে জ্ঞান আহরণ করবে।
নাম্বার দুই।বৃদ্ধদের যুবকদের শাদৃশ্য অবলম্ভন করা।
কিয়ামতের পূর্বে লোকেরা যুবক সাজার জন্য কাল খেজাব ব্যবহার করবেঃ
কিয়ামতের পূর্বে লোকেরা কবুতরের পাকস্থলীর ন্যায় কালো খেজাব ব্যবহার করবে, তারা জান্নাতের শুঘ্রাণ পাবে না।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তার দু'টি কামনা যুবক থেকে যায়, শম্পদ ও দীর্ঘজিবী হওয়া।
নাম্বার তিন।পরিচিত লোকদের সাথে সালাম আদান প্ৰদান।
শুধু পরিচিত লোকদের সাথে সালাম আদান-প্রদান করা কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি ।
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি হল যে, লোকেরা মসজিদে যাবে; কিন্তু দু'রাকাত নাময আদায় করবে না, আর লোকেরা শুধু পরিচিত লোকদেরকে সালাম দিবে।
নাম্বার চার।লোভ।
কিয়ামতের আগে লোভ ব্যাপকতা লাভ করবেঃ”
“আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিয়ামতের দিকে সময় যত কাছাবে আমল তত কমবে, লোভ ব্যাপকতা লাভ করবে, ফেতনা প্রকাশ পাবে।
নাম্বার পাঁচ।প্রতিবেশির সাথে খারাপ আচরণ।
কিয়ামতের আগে আগে মানুষ প্রতিবেশির হকের মূল্যায়ন করবে না।
“আবদুল্লাহ্ বিন আমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আল্লাহ্ বেহায়া ও অশ্লিলতাকে অপছন্দ করেন, বা তিনি বলেছেনঃ আল্লাহ্ বেহায়া ও অশ্লিলতার সাথে শত্রুতা রাখেন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না বে-হায়া ও অশ্লিলতা ব্যাপকতা লাভ করবে, প্রতিবেশীর প্রতি খারাপ আচরণ করা হবে।
প্রতিবেশির হক সম্পর্কে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্র কসম! ঐ ব্যক্তি মোমেন নয়, ঐ ব্যক্তি মোমেন নয়, ঐ ব্যক্তি মোমেন নয়, যার প্রতিবেশি তার অনিষ্ঠতা থেকে নিরাপদ নয়। অন্য হাদীসে বর্ণিত হয়েছেই জিবরীল (আঃ) প্রতিবেশি সম্পর্কে আমাকে এত বেশি উপদেশ দিয়েছেন যে, আমার মনে হচ্ছিল যেন তাকে উত্তরাধিকারী করা হবে ।
নাম্বার ছয়।সত্য গোপন করা
কিয়ামতের আগে সত্য গোপনকারী লোকেরা জন্মগ্রহণ করবেঃ
“আবদুল্লাহ্ বিন মাসউদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী দেয়া, সত্য সাক্ষ্য গোপন করা বিস্তার লাভ করবে” ।
নাম্বার সাত।আত্মীয়তার সম্পর্ক ছিন্ন।
কিয়ামতের আগে আগে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যাপকতা লাভ
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তিন দিনের অধিক সময় ধরে, নিজের ভায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকল, আর এভাবেই মারা গেল সে জাহান্নামী ।
#islamicvideo #knowledge #story #dayofjudgement #motivation #islam #storyteller #storytellerislam #jibrael #jibrail #muhammadﷺ #muhammad
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: