ধানের রোগবালাই। মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও ব্লাস্ট রোগ। jakir hossain limon।
Автор: Jakir Hossain
Загружено: 2021-09-05
Просмотров: 223
Описание:
বাংলাদেশ প্রতি বছরই ব্যাপকভাবে ধান চাষ করা হয়। কিন্তু সুষ্ঠুভাবে ধান চাষ করতে ভিন্ন ধরনের রোগবালাই অন্তরায় সৃষ্টি করে। ধানের মোট ১০০ টির উপরেও ক্ষতিকর পোকা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ বেশি দেখা যায়। এছাড়া ধানের ছত্রাকজনিত ব্লাস্ট রোগ অন্যতম, এটি pyricularia oryzae নামক ছত্রাকের আক্রমনে হয়ে থাকে।
ধানের জমিনে সাইপারমিথ্রেন গ্রুপের কীটনাশক ব্যবহার করা যাবে না, এই গ্রুপের কীটনাশক টি ধানের উপকারি পোকা মাকড় খেয়ে ধংস করে পেলে। ধানের পোকামাকড় এর হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই জমিতে ডালপালা পুতে দিতে হবে। এবং ধানের ছত্রাকজনিত রোগের হাত থেকে রক্ষা পেতে হলে ধান রোপনেত আগে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে ধান বীজ শোধন করে নিতে হবে।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: