১৯ জুন ২০২০ হ্যালো ধূলশুড়া ইউনিয়ন লাইভ অনুষ্ঠান ভিডিও
Автор: dhulsurauniondotcom
Загружено: 2021-07-22
Просмотров: 41
Описание:
১৯ জুন ২০২০ হ্যালো ধূলশুড়া ইউনিয়ন লাইভ অনুষ্ঠান ভিডিও। হৃদয়ে ধুলশুড়া ইউনিয়ন (প্যানেল লাইভ)। ধুলশুড়া ইউনিয়ন ডট কম এর উদ্দেশ্যে ও ভবিষ্যত কর্মপরিকল্পনাসহ বিস্তারিত আলোচনা করেছেন গ্রুপের এডমি/মর্ডারেটর/নির্বাহী পরিষদের সদসগণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম খান, জনাব মিজানুর রহমান, জনাব রেজাউর রহমান মৃধা, এডভোকেট নজরুল ইসলাম পাল ও জনাব শেখ লিয়াকত আলী। প্রত্যেকেই ধূলশুড়া ইউনিয়ন ডট কম এর প্রতিষ্ঠাতা সদস্য।
আলোচনা হয়েছে ধুলশুড়া ইউনিয়ন বাসীর প্রাণের দাবী প্রমত্তা পদ্মার করাল গ্রাস হতে কিভাবে ধূলশুড়া ইউনিয়নের মাটি ও মানচিত্রকে রক্ষা করা যায় তা নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গ্রুপের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব আতাউর রহমান।
নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবন্সক্রাইব করে রাখুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত তুলে ধরতে পারেন।
যোগ দিতে পারেন আমাদের ফেইসবুক গ্রুপ : www.facebook.com/groups/dhulsurauniondotcom/
সংযুক্ত থাকুন ধুলশুড়া ইউনিয়ন ডট কম এর সাথে। দুর্যোগে-মানবতায় পাশে থাকি, নতুন দিনের স্বপ্ন আঁকি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: