শাসক যেমন হতে হয়। শুনার মতো একটি ঘটনা। যে ঘটনায় শিক্ষা মেলে
Автор: যে ঘটনায় শিক্ষা মেলে
Загружено: 2023-12-14
Просмотров: 1
Описание:
আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মৃত্যুর আগে তার সন্তান ও
খলিফাদের
ওসিয়ত করলেন যে, আমার মৃত্যুর পর যাকে-তাকে দিয়ে আমার জানাযা
পড়াবে না। আমার জানাযা যে ব্যক্তি পড়াবে তার মধ্যে ৪টি গুণ থাকতে হবে।
যদি এ ৪টি গুণ কোনো ব্যক্তির জীবনে পাওয়া না যায়, তাহলে বিনা জানাযায়
আমার লাশ দাফন করবে। শর্তগুলো হলো-
১. যে ব্যক্তি জীবনে কোনো দিন তাকবিরে উলা ব্যতিত নামাজ পড়েনি।
২. যে ব্যক্তি তার চোখের দ্বারা পর নারী দেখে কখনো গোনাহের কল্পনা করেনি।
৩. যে ব্যক্তি জীবনে কোনো দিন আছরের সুন্নাতও কাযা করেনি।
৪. যে ব্যক্তি জীবনে একদিনও তাহাজ্জুদ কাযা করেনি।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহ. ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর
জানাযার জন্য মাঠে লোকদের সমাগম হয়। তখন তার এই ওসিয়তের কথা
লোকদেরকে বলা হয়, যার মধ্যে উল্লিখিত ৪টি গুণ পাওয়া যাবে সে যেন জানাযা
পড়ায়। মাঠভর্তি মানুষ। কোনো সাড়াশব্দ নেই। এতো অনেক বড় গুণের কথা।এগুণ অর্জন করা সহজ ব্যাপার নয়। লোকজন মাথা নিচু করে অশ্রু বিসর্জন
দিতে লাগলো। নিজেদেরকে অপরাধী মনে করে নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে
থাকল। মাঠ থেকে কোনো প্রতি উত্তর আসছিল না। এমন সময় সামনের কাতার
থেকে একজন লোক এগিয়ে এসে বললেন- আমি জানাযা পড়াব। এ ব্যক্তি
আলেম নন, তবে সাধারণ মানুষও নন। তিনি হলেন দিল্লীর সুলতান শামসুদ্দিন
আল-তামাশ রহ.।দিল্লীর সুলতান শামসুদ্দিন আল-তামাশ রহ. কফিনের সামনে গিয়ে কাফন
সরিয়ে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালে চুমু খেয়ে বললেন: ওগো
আল্লাহর অলি! সারা জীবন নিজে আমল করে করে তোমার আমল গোপন করে
তুমি চলে গেলে আর আজকের এ ময়দানে আমার আমলগুলোকে প্রকাশ করে
দিলে। আমি ভয় করি আমার আমলগুলো প্রকাশ হয়ে যাওয়ায় না জানি আমি
ধ্বংস হয়ে যাই। এ হলো গুনাহমুক্ত জীবনের নমুনা।
একজন দেশের শাসক হয়ে তিনি এ গুণগুলো অর্জন করেছেন। আল্লাহ পাক
আমাদের সবাইকে এ গুণগুলো অর্জন করার তাওফিক দান করুন। আমিন!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: