Birds price in Katabon|Katabon pet market Dhaka|biggest market in Bangladesh|পাখির মার্কেট |কাটাবন
Автор: Explore Beauty Bangladesh
Загружено: 2020-09-16
Просмотров: 1484
Описание:
এনিমেল মার্কেট
ঢাকা বিশ্বিবিদ্যালয় সংলগ্ন কাঁটাবনে রাস্তাটি দিয়ে যাবার সময় চোখে পরে নানান ধরণের রংবেরঙ্গের মাছ কিংবা বাহারী রঙ্গীন পাখির কিচির-মিচির কলতান। নানান রকম পশুপাখিতে ভরা এটি কোন বন নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে গড়ে ওঠা পোষা প্রাণীর এক জমজমাট বিক্রয়কেন্দ্র “কাঁটাবন ফিশ এন্ড পেট এনিমেল মার্কেট”। নিত্যপ্রয়োজনীয় চাহিদার বাইরে মানুষের শৌখিনতাকে ঘিরেই গড়ে উঠেছে এ পোষাপ্রাণীর বাজার।
ঠিকানা ও অবস্থান
ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা-১২০৫।
মার্কেটটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় এখানে আসার বেশ কয়েকটি রাস্তার সংযোগ ঘটেছে। ফলে যে কেউ অনায়াসে এই মার্কেটে আসতে পারে। মার্কেটটির পূর্বে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পশ্চিমে নীলক্ষেত এবং নিউমার্কেট, দক্ষিনে বুয়েট ও পলাশী রোড এবং উত্তরে হাতিরপুল, এলিফ্যান্ট রোড ও শাহবাগ এলাকা।
অবকাঠামো এবং পরিবেশ
মার্কেটটি দ্বিতল বিশিষ্ট। মার্কেটটি কাটাবন সিগন্যাল থেকে নীলক্ষেত এবং ধানমন্ডি থানা পর্যন্ত দীর্ঘ। মার্কেটটির উত্তরে কাটাবল সিগন্যাল সংলগ্ন স্থানে দোতলায় ওঠার একটি সিড়ি রয়েছে, আবার এর মাঝামাঝি রয়েছে দুটি সিড়ি এবং কর্মজীবি মহিলা হোস্টেলের বিপরীতে আরেকটি সিড়ি রয়েছে।নীলক্ষেত মোড় হতে কাঁটাবন সিগন্যাল পর্যন্ত দীর্ঘ এই মার্কেটটির গঠন ধনুকের মতো বাঁকা। খোলামেলা পরিবেশ এবং পর্যাপ্ত আলো-বাতাসের সমাহার রয়েছে এখানে। যাতায়াতের জন্য রয়েছে প্রশস্থ রাস্তা, ফুটপাত। মার্কেটটির উঠোন মূল রাস্তা থেকে উচু হওয়ায় বৃস্টির সময় মার্কেটের ভেতরে পানি প্রবেশ করতে পারে না। এছাড়া পানি নিস্কাশনের জন্য এখানে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে।
উল্লেখযোগ্য কয়েকটি দোকান
ক্রমিক নং
দোকানের নাম, ঠিকানা এবং যোগাযোগ নম্বর
০১.
ম্যাক ট্রেডার্স
২/৪, রেজা সুপার মার্কেট, হাজী সিদ্দিক ম্যানসন, ডক্টর কুদরত-ই-খুদা রোড, এলিফ্যান্ট রোড,
ঢাকা ১২০৫।
মোবাইল: ০১৭১৮-৫৮৩০৩৫, ০১৭৪৯-৫২৫১৭৭
০২.
ফিশ একুরিয়াম
১৮, ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, কাঁটাবন, ঢাকা ১০০০।
ফোন: ৮৬২৩৪১৫, ০১৭৩১-৩৬৮৪২০
০৩.
বার্ডস প্যালেস
১২, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১৫-২৫৫৭৮৩
০৪.
দি বার্ডস বিতান
৯, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১২-০৩৬৯১৫
০৫.
পিজন কর্ণার
৮, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১৬-০৫০৭৭৪
০৬.
জারা
৭, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ৯৬৬৩৪৮৪, ০১৮১৯-৪৮১৩৩৩
০৭.
দি ফ্লাই বার্ডস
২৯, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭৪১-০৩৯৪৯১
০৮.
দি সৌখিন বার্ডস
৩১, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১১৯০-৯৭৪৭০১, ০১৭৩৮-৫৭৩৯০০, ০১৯১৪-৩৩৯৩১১
০৯.
রেড সি এন্টারপ্রাইজ
৩২, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ৮৬১৮৭৮৪
১০.
ফিশ ওয়ার্ল্ড
৫৮, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১১-১২৫৫৭৩, ০১৯১৫-৮১৮২৪৫
১১.
বার্ডস লাভার কর্ণার
৬, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১৬-০৫০৭৭৪
১২.
আদি সৌখিন বিতান
৩০, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১৮-০৩৩৭৩৯
১৩.
বার্ড প্ল্যানেট
২১, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১১-১৪৫০৯৫
১৪.
দিনা একুরিয়াম
১২৭, ১২৮, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১২-৬১১৫০৯, ০১৭৩১-৮৫৬৩৭৯
১৫.
কেইজ বার্ডস
১০, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১০-৯২৪৯৪৬
১৬.
দোহার বার্ডস
২৯, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৮২৭-১৭৮১৯৩, ০১৭১৭-২৩২৭২২
১৭.
ড্রীম বার্ডস
২৬, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ৯৬৬৭৩০২, ০১৭১১-৮০৪২৪৯
১৮.
দি বার্ডস ওয়ার্ল্ড
২২, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭১২-২৭৬০৬০
১৯.
বিসমিল্লাহ এ্যাকুরিয়াম সেন্টার
১৭, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৯২৩-৪৯২৪১০, ০১৯১৩-২৫৮৭০৫
২০.
মত্স্য মেলা
১৬, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন, ঢাকা।
ফোন: ৮৬১৫৫৭৪, ০১৮১৪-২৫৫০৯৭৭
যা পাওয়া যায় এখানে
বিভিন্ন মানুষের প্রাণী পোষার শখটিকে মাথায় রেখেই এ বাজারে রয়েছে পাখি, মাছ, কুকুর, বিড়াল, খরগোশ, কাছিম থেকে শুরু করে বানর পযর্ন্ত প্রায় সব ধরণের পোষা প্রাণী। তন্মধ্যে দেশি-বিদেশি বিড়াল ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা, বিভিন্ন বিদেশী ও সংকর প্রজাতির বিড়ালও পাওয়া যায় এখানে। এদের মূল্য সাধারণত: ৫,০০০ থেকে ৬০,০০০ এর মধ্যে। তবে লালন-পালন ব্যয়বহুল হওয়ায় তারা বেশী কুকুর বা বিড়াল রাখেন না বলে বিক্রেতারা জানান। দেশি-বিদেশি মুরগী ৫০০ টাকা থেকে ৩০০০ টাকা, খরগোশ ৩০০ টাকা থেকে ৬০০ টাকা, প্রজাতি ও রংভেদে খরগোশ ও গিনিপিগ ২৫০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে এখানে পাওয়া যায়, বিলাতি ইদুর ৫০ টাকা থেকে ২০০ টাকা, কোয়েল প
এছাড়া এখানে সাধারন সামুদ্রিক মাছ ছাড়াও দূর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী যেমন কচ্ছপ, শামুক, কাকড়া, তারা মাছ প্রভৃতি পাওয়া যায়। পোষাপ্রাণীর এ বাজারে রংবেরঙ্গের বিভিন্ন মাছের চাহিদাই সবচেয়ে বেশী। কাঁটাবনের এ শৌখিন মাছের বাজারে প্রায় ১০০-১২০ প্রজাতির অলংকারী মাছ রয়েছে। মাছের এসব প্রজাতির মধ্যে রয়েছে গোল্ডফিশ, ফাইটারফিশ, হাইফিন প্লাটি, রেমিরোজি, গ্লাস ফিশ, রুই কিং ইত্যাদি। বিক্রেতারা জানান, এখানে অপেক্ষাকৃত কম মূল্যের গোল্ডফিশ ৩০ টাকা জোড়া থেকে শুরু করে এক লক্ষ টাকার রেড এ্যরোনাও বিক্রয় করা হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: