আরবি ভাষা শিক্ষা
Автор: All language education
Загружено: 2023-05-07
Просмотров: 84
Описание:
আরবি ভাষা শিখতে হলে সব সময় চর্চা করতে হবে তাহলে আরবি ভাষা তারাতাড়ি শিখতে পারবে। ভিডিও টি ভালো লাগলে চ্যানেল টি সাবস্ক্রাইব করেন
এই চ্যানেলে প্রতিদিন আরবি ভাষার ভিডিও দেওয়া হবে। যদি আরবি ভাষা শিখতে চান তাহলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন
subscribe to my channel plz আরবি মূলত আরবদেশের ভাষা। এটি প্রাচীন ভাষাগুলাের মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আরবি ভাষা ব্যবহৃত হয়। যেমন : সৌদিআরব, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন এবং মিসরসহ মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশে এ ভাষাভাষীর সংখ্যা অনেক বেশি।
বর্তমানে পৃথিবীর ২৮টি দেশের সরকারি ভাষা। আরবি। এই ভাষায় বড় হাতের ও ছােট হাতের। অক্ষর বলে কিছু নেই। আরবি লিপি ডান থেকে বাম দিকে লেখা হয়। ২৯টি বর্ণ বা হরফের এই। লিপিতে কেবল ব্যঞ্জন ও দীর্ঘ স্বরধ্বনি নির্দেশ করা হয়।।
আরবি লিপি এক অক্ষরের সাথে আরেক। অক্ষর পেঁচিয়ে লেখা হয়। প্রতিটি বর্ণের একাধিক রূপ আছে, যে রূপগুলি বর্ণটি, শব্দের শুরুতে, মাঝে, শেষে না-কি আলাদাভাবে অবস্থিত, তার ওপর নির্ভর করে। কতগুলি বর্ণ একই মূল রূপের উপর ভিত্তি করে লেখা হয় এবং বিন্দুর সংখ্যা দিয়ে একে অপরের থেকে পৃথক করা হয়।
আরবি ভাষা পবিত্র কোরআনের ভাষা। মধ্যপ্রাচ্যের এসব দেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে লাখ লাখ মুসলমান আরবি ভাষায় কথা বলে থাকে।ইসলাম আবির্ভাবের ঠিক আগের। যুগে আরব উপদ্বীপে আরবি ভাষার উৎপত্তি ঘটে। প্রাচীন কবিদের কবিতা কিংবা সাহিত্যে আরবি ভাষার ব্যবহার ছিল লক্ষ করার মতাে।
মধ্যযুগে আরবি গণিত, বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের। প্রধান বাহক ভাষা ছিল। বিশ্বের বহু ভাষা আরবি থেকে শব্দ ধার করেছে। আবার অনেক ভাষা বিজ্ঞানী আছেন এখনও আরবি ভাষা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। বাংলাদেশের। মাদ্রাসাগুলিতেও আরবি ভাষায় পাঠদান করানাে হয়।
১৯৭৪ সালে আরবি ভাষাকে জাতিসংঘের। ষষ্ঠ সরকারি ভাষা হিসেবে ঘােষণা করা হয়। বর্তমানে প্রায় ২৪৬ মিলিয়ন মানুষ আরবি ভাষার ভাষাভাষী। ইংরেজি শব্দ Hello বা Isquo হ্যালাে rsquo-কে আরবি ভাষায় আস্সালামু আলাইকুম বলে সম্বােধন করে।
ইসলামের প্রচারকেরা ৭ম শতাব্দীতে আরব উপদ্বীপের সীমানা ছাড়িয়ে এক বিশাল আরব সাম্রাজ্য গড়তে বেরিয়ে পড়েন এবং প্রথমে। দামেস্ক ও পরে বাগদাদে তাঁদের রাজধানী।
স্থাপন করেন। এসময় ভূমধ্যসাগরের তীরবর্তী এক বিশাল এলাকা জুড়ে আরবি প্রধান প্রশাসনিক ভাষা হিসেবে ব্যবহার করা হত।
ভাষাটি বাইজেন্টীয় গ্রিক ভাষা ও ফার্সি ভাষা থেকে ধার নিয়ে এবং নিজস্ব শব্দভাণ্ডার ও ব্যাকরণ পরিবর্তন করে আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: