ঐতিহাসিক খলিল ভূঞা জামে মসজিদ | ২২৬ বছরের নোয়াখালীর এক ঐতিহ্য | Khalil Bhuiya Jame Masjid
Автор: Khurshid Vibe 2.0
Загружено: 2025-08-19
Просмотров: 49
Описание:
ঐতিহাসিক খলিল ভূঞা জামে মসজিদ — নোয়াখালীর গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন।
নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির বয়স আজ প্রায় ২২৬ বছর।
১৭৯৬ খ্রিষ্টাব্দে জনাব মোহাম্মদ খলিল ভূঞা নিজ উদ্যোগে ও নিজ ব্যয়ে এই মসজিদ নির্মাণ করেন। প্রতিষ্ঠাতার নামানুসারে এর নাম রাখা হয় খলিল ভূঞা জামে মসজিদ।
🔰 মসজিদের ভেতরের দেয়াল ও মেহরাবের অসাধারণ কারুকার্য এখনো দর্শনার্থীকে বিমোহিত করে।
🔰 স্থাপত্যশৈলী ও নকশায় ফুটে উঠেছে বাংলার প্রাচীন ঐতিহ্যের ছাপ।
🔰 জেলা শহর মাইজদী থেকে মাত্র ২ কিলোমিটার দূরে হওয়ায় এটি সহজেই ভ্রমণযোগ্য।
আজও এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং নোয়াখালীর আধ্যাত্মিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
✨ খলিল ভূঞা জামে মসজিদ — আমাদের গর্ব, আমাদের ইতিহাস।
📌 হ্যাশট্যাগসমূহ:
#নোয়াখালী #ঐতিহাসিক_মসজিদ #বাংলার_ঐতিহ্য #NoakhaliHeritage #KhalilBhuiyaMasjid
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: