🏋️♀️বিশ্বের অন্যতম উচ্চতম মোটরেবল পাস “উমলিং লা” জয় করল শিক্ষিকা ও বডি বিল্ডার মুন্না পাল বাসুলি
Автор: ZELLAR BARTA BANKURA
Загружено: 2025-11-15
Просмотров: 17
Описание:
🏋️♂️🏋️♀️বিশ্বের অন্যতম উচ্চতম মোটরেবল পাস “উমলিং লা” জয় করল স্কুল শিক্ষিকা ও
বডি বিল্ডার— মুন্না পাল বাসুলি।
📝মিশন বালিকা বিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষিকা।
✨বাড়ি ফিরে সংসারের দায়িত্ব সামলানো,
আর রাতে জিমে গিয়ে বডি বিল্ডিং।
এক নারীর তিন রূপ— সত্যিই অবিশ্বাস্য!
🏋️♂️কলেজ জীবন থেকেই শরীর চর্চার শুরু।
B.PED থেকে M.PED—
শরীরকে মন্দির ভেবে তৈরি করতে চেয়েছেন নিজেকে।
🎤মুন্না দেবী বলেন—
“সব মেয়ের উচিত নিজের জন্য সময় রাখা।
না হলে বয়স বাড়লে সমস্যায় পড়তেই হবে।”
দিনের শেষে, সন্ধ্যা সাড়ে সাতটায়…
জিমেই তাঁর নিজের যুদ্ধ!
💢সমাজের বাঁধাধরা ধারণাকে ভেঙে—
বাঁকুড়ার একজন মহিলা হয়েও
বডিবিল্ডিং-এ নিজের পরিচয় তৈরি করেছেন তিনি।
🤷♀️হয়েছেন অনুপ্রেরণা অগণিত নারীর।
🏍️এসবের পাশাপাশি—
তিনি মোটরবাইক রাইডার!
১৯,০২৪ ফুট উচ্চতায়
বিশ্বের অন্যতম উচ্চতম মোটরেবল পাস
“উমলিং লা” জয় করে করেছেন রেকর্ড।
বাঁকুড়ার আকাশেই ঝলমল করে তাঁর অর্জন।
😇একসময় স্বপ্ন ছিল—
বডিবিল্ডিং নিয়ে বড় কিছু করার।
শিক্ষকের দায়িত্ব, সংসার, সব মিলিয়ে স্বপ্ন চাপা পড়েছিল…কিন্তু লড়াই থামাননি কখনোই!
✨আজ তিনি—
বাঁকুড়ার আইকনিক নারী শক্তি।
এক অনবদ্য উদাহরণ—
স্বপ্ন দেখো,
কঠোর পরিশ্রম করো,
আর এগিয়ে চলো নিজেকে প্রমাণ করতে!💫
🔖 #MunnaPalBasuli #Bankura #BodybuilderTeacher #WomenPower #Inspiration #WestBengal #BankuraMissionGirlsHighSchool #UmLingLa #BikeRider #FemaleBodybuilder #Motivation #BengalPride #TeacherLife #NewsStory #জেলারবার্তা #জেলারবার্তাবাঁকুড়া
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: