সেলাই মেশিনের গল্প: এক সুঁতোয় বাঁধা জীবন
Автор: Polok's Friday Story
Загружено: 2025-06-01
Просмотров: 25
Описание:
সেলাই মেশিনের গল্প: এক সুঁতোয় বাঁধা জীবন" - এটি একটি জীবন সংগ্রামের গল্প। দেখুন তো, মিলে যায় নাকি আপনার বা আপনার পরিচিত কারোও জীবনের গল্পের সাথে।
সেলাই মেশিনের গল্প: সুঁতোয় বাঁধা জীবন
(১) জীবনের মোড়) আমাদের ছোট্ট গ্রামটা ছিল এমনই শান্ত, যেখানে জীবনের গল্পগুলো লেখা হতো সবুজ ধানের ক্ষেত আর মেঠো পথের ধুলায়। ঠিক এমনই এক নিস্তরঙ্গ গ্রামে সিতারা বিবির জীবনের মোড় ঘুরেছিল, যখন তার হাতে উঠেছিল নতুন বউয়ের মেহেদির রঙ। মাত্র পঁচিশ বছর বয়স। ঝলমলে দিনগুলো যেন সদ্য ফোটা গোলাপের মতো। তার স্বামী, রহমত, ছিল সরল এক মানুষ। তাদের ছোট্ট সংসার ছিল স্বপ্ন আর ভালোবাসায় ভরা। রহমত যখন হাসতো, তখন সিতারার মনে হতো সারা পৃথিবীর আলো এসে জড়ো হয়েছে তাদের ভাঙা চালের ঘরে।
(২) নিয়তির আঘাত: সেলাই মেশিনের আগমন) যৌতুক হিসেবে সিতারার বাবা একটি সেলাই মেশিন দিয়েছিলেন। ভারী লোহার মেশিনটা যেদিন তাদের ঘরে এলো, সেদিন রহমত ঠাট্টা করে বলেছিল, "আর চিন্তা কী! আমার সিতারা তো এখন রানী। যখন খুশি, নিজের হাতেই নিজের পোশাক বানাবে!" সিতারা হেসেছিল। সে জানত না, এই লোহার পাখিটাই একদিন তার জীবনের একমাত্র সঙ্গী হবে, তার নিঃশ্বাসের ছন্দ হবে। এক বছর না পেরোতেই রহমত কঠিন অসুখে পড়ল। গ্রামের ডাক্তার, কবিরাজ, শহরের হাসপাতাল – সব চেষ্টা ব্যর্থ হলো। চোখের সামনে ভালোবাসার মানুষটা নিভে গেল এক ফুরিয়ে যাওয়া প্রদীপের মতো। সিতারা তখন ছাব্বিশের এক যুবতী, কোলে পাঁচ মাসের ফুটফুটে ছেলে।
(৩) সমাজের ভ্রুকুটি: একাকীত্বের শুরু) শ্বশুরবাড়ির লোকগুলো প্রথমে সান্ত্বনা দিলেও, কিছুদিন যেতে না যেতেই তাদের আসল রূপ বেরিয়ে এলো। "অলক্ষ্মী", "অপয়া" – এমন কত শত কথা শুনতে হলো তাকে। মা-বাবা ফিরে নিতে এলেও সিতারা রাজি হয়নি। স্বামীর স্মৃতি আঁকড়ে ধরেছিল সে।
গল্পটি সম্পূর্ণ পড়তে পারেন এখানে: / 1llvwrks6d
ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর এমন বাস্তবমুখী গল্প পেতে লাইক/ফলো করে সাথেই থাকুন।
#জীবনসংগ্রাম #অদম্যনারী #আবেগ #অনুপ্রেরণামূলকগল্প #বাস্তবতার_গল্প #নারীশক্তিরূপেনা #ছোটগল্প #সংগ্রামেরগল্প #সেলাইমেশিন #বাংলাগল্প #YouTubeShorts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: