কেয়ামতের আগে যেসব আলামত প্রকাশ পাবে
Автор: Islamic ghotona watch
Загружено: 2021-06-25
Просмотров: 7
Описание:
কেয়ামতের আলামত
#কেয়ামতেরআলামতসমূহ
#ইসলামিকঘটনা
মহান আল্লাহ ছাড়া দুনিয়ার দৃষ্টিনন্দন সব সৃষ্টি, সুন্দর বাড়ি. আসবাব-পত্র, প্রাণাধিক প্রিয় স্ত্রী-সন্তান কোনো কিছুই স্থায়ী নয়। সবই ধ্বংসশীল। ছোট্ট একটি হুকুমে মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যাবে; এমনকি তার ভয়াবহতাও কল্পনাতীত। তবে তার আগে বেশ কিছু আলামত প্রকাশ পাবে। কী সেসব আলামত?
আল্লাহ তাআলা বান্দার সতর্কতা জন্য দেড় হাজার বছর আছে কুরআনুল কারিমে সব বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-
‘একমাত্র আপনার মহিমায় এবং মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল।’ (সুরা আর-রাহমান : আয়াত ২৬-২৭)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
মানুষ যখন অবৈধভাবে সম্পদ উপার্জনে প্রতিযোগিতা করবে;
গচ্ছিত সম্পদের তথা আমানতে খেয়ানত করবে;
জাকাত দেয়াকে জরিমানা মনে করবে;
ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে (জাগতিক) বিদ্যা অর্জন করবে;
পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে;
মায়ের সঙ্গে (সন্তান) খারাপ আচরণ করবে;
বাবাকে বাদ দিয়ে (সন্তান তার) বন্ধুকে আপন করে নেবে;
মসজিদে শোরগোল (বিশৃঙ্খলা সৃষ্টি) করবে;
জাতির দূর্বল ব্যক্তি সমাজের নেতৃত্ব দেবে;
নিকৃষ্ট ব্যক্তিরা জনপ্রতিনিধি হবে;
খারাপ কাজে সুনাম-সুখ্যাতি অর্জন করবে এবং এ খারাপ কাজের ভয়ে ঐ ব্যক্তিকেসম্মান করা হবে;
বাদ্যযন্ত্র ও নারী শিল্পীর অবাধ বিচরণ বেড়ে যাবে;
মদ পান করা হবে এবং
বংশের শেষ প্রজন্মের লোকজন আগের প্রজন্মকে অভিশাপ দেবে।
সে সময়ে তীব্র বাতাস প্রবাহিত হবে, যার ফলশ্রুতিতে একটি ভূমিকম্প ভূমিকে তলিয়ে দেবে। (তিরমিজি)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: