বাহুবলের বক্তারপুর গ্রামে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু গুজব শুনেপ্রতিপক্ষের লুটপাটের তান্ডব
Автор: Habiganj News
Загружено: 2020-05-23
Просмотров: 573
Описание:
বাহুবলের বক্তারপুর গ্রামে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু গুজব শুনে
প্রতিপক্ষের লুটপাটের তান্ডব
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলার বক্তারপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ১৮ মে মুক্তার মিয়া ও হাজী রুছমত খা'র মধ্যে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে মুক্তার মিয়ার পক্ষের জাহিরুল ইসলাম ও রুছমত খা'র পক্ষের আল আমিন গুরুতর আহত হয়ে বর্তমানে উভয়ই সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এদিকে শুক্রবার রাত অনুমান ১০টারদিকে একটি সংবাদ মুখে মুখে ভাইরাল হয় মুক্তার মিয়ার পক্ষের আহত জাহিরুল ইসলাম মারা গেছেন। এই সংবাদ পেয়েই মুক্তার মিয়ার উত্তেজিত শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুছমত খা'র পক্ষের আবুল হাসিম, জাহির আলী, হায়দর আলী, দিদার আলী, সরফ আলী, বাচ্চু মিয়া, আব্দুল লতিফ, আছান উল্লা, শামীম মিয়া, সিজিল মিয়া ও উসমান উল্লা লোকজনের প্রায় ১২/১৩টি বাড়িঘর ভাংচুর, ধান চাল, অলংকারাদি, গরু বাছুর নিয়ে লুটপাটের তান্ডব চালায়। এতে নগদ টাকা স্বর্ণলংকারসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবী করেন স্থানীয় মেম্বার সহ বাসিন্দারা। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান মিলনের নেতৃত্বে বিশাল পুলিশ বহর গিয়ে ঘটনাস্থল ও রাস্তা থেকে সন্দেহ ভাজন ১০/১২জনকে আটক করে থানায় নিয়ে আসেন। প্রতিপক্ষের হামলার আশংকা টের পেয়ে রুছমত খা'র লোকজন বাড়ি থেকে হাওরের দিকে পালিয়ে আত্মরক্ষা করেন। এসুয়োগে মুক্তারের লোকজন নিরাপদে লুটপাট চালিয়ে স্ব স্ব নিরাপদ অবস্থানে চলে যা। এ ঘটনার পর পর রুছমত খা'র লোকজন মুক্তারের লোকজনের ভয়ে বাাড়িছাড়া রয়েছেন। আবার অনেকেই বাড়িতে আতংকে আছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: