এমন এক রঙের দেশ আছে
Автор: Md Abul Faisal
Загружено: 2021-09-01
Просмотров: 683
Описание:
মিসবাহ উদ্দীনের গ্রামে গানের আসর, মাইকে গান বাজানো ও গান গাওয়া নিষেধ।
প্রায় তিন বছর ধরে এই ফতুয়া গ্রামে বলবত আছে।
জীবনের অনেক অসংগতি অবলীলায় মেনে নেওয়া গ্রামবাসীদের এই ফতুয়ায় তেমন একটা সমস্যা হচ্ছে না।
কিন্তু মেসবাহ উদ্দিনের দমবন্ধ হয়ে আসে। গান না গাইলে তার বুক ফেটে কান্না আসে।
বিশ্বনন্দিত বাউল সাধক, ভাটি বাংলার অহংকার বাউল আব্দুল করিমের নিজ উপজেলায় গানের এমন অবমাননা মানতের পারেনি গ্রামের গান পাগল মানুষেরা।
হতাশায় অনেকেই গান বাজনা ছেড়ে দিলেও হার মানতে পারেন নি রফিনগর গ্রামের কণ্ঠশিল্পী মিসবাহ উদ্দিন।
গ্রামের বাহিরে, হাওরে, দূরে কোথাও গান গেয়ে বেড়ালেন মিসবাহ উদ্দিন।
একদিন জানলেন ইন্টারনেটের কথা। দৈত্যের আলাদীনের রাজ্যে ইন্টারনেটে গান গাইতে কোন বাধা নাই।
তাই আব্দুল করিমের গান গেয়ে ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করলেন মিসবাহ উদ্দিন।
এমন এক রঙের দেশ আছে
পাগল বিনে ভালো লোক নাই
আমি সেই দেশেতে যাইতে পারি না
ভব বাজারে ঘুরে বেড়াই।
দেশের নাম হয় পাগলপাড়া
ভালো লোক নাই পাগল ছাড়া
ওরে সে দেশে বাস করে যারা
আত্মসুখে হইয়াছে ছাই।
সেই দেশেতে যারাগো থাকে
দোষী কয় বিদেশী লোকে
তারা স্ত্রীকে মা বলে ডাকে
জাতের বিচার তার কাছে নাই
খেলছে যারা পঞ্চরসে
গান বাজনা ভালোবাসে
শাহ আব্দুল করিম ভাবছে বসে
কেমন করে সেই দেশে যাই?
এমন এক রঙের দেশ আছে
পাগল বিনে ভালো লোক নাই।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: