রমজানের নতুুুুুন গজল। রমজান এলো, gojol । romzan। ওয়াজ। খবর, কলরব, গজল, নাত, নাশিদ, ভাইরাল, তারানা23
Автор: Al Amdad Media
Загружено: 2023-03-18
Просмотров: 131286
Описание:
জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম ও এতিমখানার আল এমদাদ শিল্পি গোষ্ঠীর দ্বিতীয় পরিবেশনা।
গীতিকার ও সুরকার -মোঃ সারওয়ার হোসাইন, গানটিতে কন্ঠ দিয়েছে, আল এমদাদ শিল্পি গোষ্ঠীর সারওয়রে হোসাইন, আব্দুস সবুর মাহমুদ, রেজাউল করীম, মাফিকুল ইসলাম ও সানাউল্লাহ।
অভিনয়ে, নূর মোহাম্মদ তাওহীদ, আবুবকর সিদ্দীক, আরাফাত হোসাইন, বেলাল হোসাাইন, সিয়াম আহমাদ, আব্দুল কাইয়ূম, সিয়াম আহমাদ, শাহীন আলম, ইয়াসিন আরাফাত আদী, রাহাত, সিয়াম ও ফাহিমসহ আরো অনেকেই। সার্বিক সহযোগিতায় আল এমদাদ শিল্পি গোষ্ঠিীর কর্ণধার মাওলানা মুহা. সোহরাব আলী। ব্যবস্থাপনায় মাওলানা আরীফুর রহমান। রেকর্ডি ও ভিডিও ধারণ, মারুফ হোসাইন বেলাল, স্বত্বাধিকারী, দফ ষ্টুডিও, খাগডহর, ময়মনসিংহ।
মাদরাসা পরিচিতি: মাওনা ফ্লাইওভার হয়ে ঢাকার দিকে এক কিলোমিটার। 2নং সিএন্ডবি বাজারের পূর্ব
পাার্শ্বে মাদরাসাটি অবস্থিত। 35 জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে মাদরাসাটি পরিচালিত হচ্ছে। বর্তমানে 600 ছাত্র অধ্যয়নরত।
শিক্ষা কার্য ক্রম: শিশু শ্রেণি থেকে দাওরা হাদীস পর্যন্ত অত্যন্ত সুচারুরূপে পাঠদান।
ভর্তি কার্যক্রম: 1 রমজান থেকে সকল বিভাগে ছাত্র্র ভর্তি চলবে। ১৭ শাওয়াল থেকে কিতাবসহ সকল বিভাগের নতন ক্লাশ আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমাদের জামিয়ায় এ বছর বুখারীর দরস দিবেন ময়মনসিংহ বড় মসজিদের খতীব পীরে কামেল আল্লামা আবদুল হক দাঃবাঃ।
সাফল্য: ২০২১-২২শিক্ষাবর্ষে আমাদের জামিয়া আড়াইশতাধিক মাদরাসার মধ্যে শ্রেষ্ঠ কওমী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আলহামদুলিল্লাহ। আপনাদের দুআوপরামর্শ و সহযোগিতা কমনা করি।
আমাদের পরবর্তী পরিবেশনা পেতে লাইক, শেয়ার , সাব্সক্রােইব করে আমাদের পাশে থাকবেন আশা করি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: