মাদারগঞ্জে জামাই মেলায় অশ্লীল নাচ ও লটারির নামে জুয়া
Автор: Swapnapuri Media Center
Загружено: 2024-12-25
Просмотров: 66
Описание:
জামালপুরের মাদারগঞ্জে জামাই মেলায় অশ্লীল নাচের পাশাপাশি লটারির নামে জুয়া খেলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। বুধবার (২৫ ডিসেম্বর) দিন ব্যাপি ৫০ টাকা মুল্যে লটারির টিকিট বিক্রি করা হয় । পুরস্কারের লোভে টিকিট কিনছে বিপুলসংখ্যক মানুষ। লটারির ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা । এদিকে সন্ধ্যা থেকেই মেলার তিনটি প্যান্ডেলে চলছে অশ্লীল নাচ। আর এ নাচের সময় মেয়েদের শরীর স্পর্শ করেই টাকা দিচ্ছে দর্শকরা । এতে যুব ও ছাত্র সমাজ ধ্বংসের মুখে যাচ্ছে ৷ বিষয়টি নিয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন সন্ধ্যা ৭ টা ২২ মিনিটে জানান, আমি এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।
সরোজমিনে গিয়ে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও তৃতীয় বারের মতো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় গত ১৭ ডিসেম্বর থেকে জামালপুরের মাদারগঞ্জে শুরু হয় ৮ দিন ব্যাপী জামাই মেলা। মেলার প্রথম দিনেই হাজারও মানুষের উপচে পড়া ভিড় ছিল। জামাই মেলার মূল চরিত্র ‘জামাই’ সম্পর্কের মানুষগুলো, মেলার সময় আশপাশের গ্রামগুলোতে মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনা হয়। জামাতারা মেলা থেকে বড় বড় মাছ কেনেন শ্বশুরবাড়ির জন্য। আবার জামাইকে মেলায় কেনাকাটার জন্য শশুর শাশুড়ি টাকা দেন। সেই টাকা দিয়েই মেলা থেকে কেনাকাটা করে শ্বশুর বাড়িতে যান। গত দুই বছর ধরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ জামাই মেলা শুরু হয়েছে। এবারের জামাই মেলায় প্রায় সাড়ে ৪০০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তবে মেলা শুরু থেকেই অশ্লীল নাচ হয় বিভিন্ন জায়গায় সমালোচনা শুরু হয়। সমালোচনা শুনে মেলায় গিয়ে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। যুবকরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে স্টেজের সামনে দাঁড়িয়ে অশ্লীল নৃত্য উপভোগ করে টাকা ছিটিয়ে দিচ্ছেন । মেলার অশ্লীল নাচ-গানের দিকে ঝুঁকছে হাজার হাজার কিশোর, যুবক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
#জামাই_মেলা #মাদারগঞ্জ #অশ্লীল #নাচ #জুয়া #লটারী #খোলামেলা_নাচ #journalist_masudur_rahman #সাংবাদিক_মাসুদুর_রহমান #সাংবাদিক_মাসুদ #trendingshorts #trending #virulshort #virulpost2024
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: