তোমায় প্রথম যেদিন দেখেছি || by- Anil Bhattacharya || Pranaram Sangeet
Автор: PRANARAM Sangeet
Загружено: 2023-08-26
Просмотров: 751
Описание:
#banglasong #bijoysarkar #anilbhattacharya #pranaramsangeet
______________________________________________
•| Song- Tomay Prothom Jedin Dekhechi
•| Artist- Anil Bhattacharya
•| Composer- Bijoy Sarkar
______________________________________________
•• Lyrics..
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি
তুমি বন্ধু আমার মন মানো না।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
ফাল্গুন দোল পূর্ণিমায় মধুর মৃদু-মন্দ বায়ু বয়
ফুলবনে পুলকেরও আল্পনা,
ফুলবনে পুলকেরও আল্পনা।
আবার মধুরও মাধবী রাতে, বধুয়া তোমারি সাথে
করেছিলাম মধু নিশি যাপনা।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
চলে গেলে আমায় ফেলে,
কি আগুনে বুকে জ্বেলে,
একদিনও দেখিতে বন্ধু এলে না,
একদিনও দেখিতে বন্ধু এলে না।
তোমায় পেলে দুঃখের কুটিরে,
দেখাইতাম বক্ষ চিরে,
বুকের ব্যাথা মুখে বলা চলে না।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
কাষ্ঠ-যোগে দাবানল,
জ্বালায় পোড়ায় বন জঙ্গল
মন পোড়ানোর আগুন বন্ধু তাহা না।
কত বিরহীর অন্তর তলে,
বিনা কাষ্ঠে আগুন জ্বলে,
জলে গেলে আগুণ বন্ধু নেভে না।
তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
ওরে আমি খুঁজিয়া জনম জনম,
ক্ষিতি অপ তেজ মরুৎ ব্যোমে,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা,
বহু খুঁজে না পাই বন্ধুর ঠিকানা।
পাগল বিজয় বলে চিত্ত চোর,
আসবে কি জীবনে মোর,
বুকে রইলো আশা ভরা বাসনা।
ও.. তুমি জানো না, জানো না রে প্রিয়
তুমি মোর জীবনের সাধনা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: