কাদা পানি আর ঘামে ভেজা কৃষকের সংগ্রাম | ধান রোপণের কঠোর বাস্তবতা | কৃষকের কষ্টের গল্প
Автор: গ্রামীন ভালোবাসা 1
Загружено: 2025-07-26
Просмотров: 52
Описание:
কাদা পানি আর ঘামে ভেজা কৃষকের সংগ্রাম | ধান রোপণের কঠোর বাস্তবতা | কৃষকের কষ্টের গল্প | গ্রামীন ভালোবাসা
🌾 কাদা-ভেজা কৃষক: এক নিঃশব্দ কষ্টের গল্প 🌾
সূর্য উঠার আগেই ঘুম ভাঙে তাঁর।
ভাঙা চৌকির পাশে রাখা একজোড়া ময়লা গামছা, তাতেই মুছে নেন চোখের ঘুম।
খালি পেটে পায়ে হেঁটে যান মাঠে — যেখানে কাদা আর পানিতে ডুবে থাকে তাঁর দুই পা,
আর মাথার ঘামে ভিজে ওঠে মাটির গন্ধ।
ধানের চারা রোপণ করতে করতে পিঠে উঠে রোদ, পায়ের নিচে কামড়ে ধরে জোঁক,
তবুও কোনো অভিযোগ নেই তাঁর চোখে —
কারণ এই মাটিই তাঁর আশা, এই ঘামই তাঁর ভালোবাসা।
শীত, গ্রীষ্ম, বর্ষা — কোনো ঋতুই থামাতে পারে না তাঁকে।
তাঁর স্বপ্ন খুব ছোট — যেন তার সন্তান পেটভরে খেতে পারে,
আর পড়াশোনা করে হয়তো কোনোদিন এই কাদামাখা জীবনকে ছাড়িয়ে যেতে পারে।
কেউ দেখে না, যখন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে তিনি ফিরেন ঘরে,
মাঝে মাঝে চুপিচুপি চোখের পানি ফেলে দেন —
যা মিশে যায় ঘামের সাথে,
কারণ তাঁর কান্নারও সময় নেই।
#কৃষকেরসংগ্রাম #ধানরোপণ #ধানখেত #গ্রামীন_ভালোবাসা #grameenvalobasa #কৃষকেরসংগ্রাম
#ধানরোপণ
#কৃষকেরকষ্ট
#গ্রামীণজীবন
#কাদামাটি
#বাংলারগ্রাম
#কৃষিকাজ
#শ্রমিকজীবন
#বাংলাদেশ
#গ্রামেরদৃশ্য
#ধানচাষ
#কৃষিপ্রধানবাংলা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: