আলাপচারিতায় বরেণ্য সংস্কৃতিজন সারা যাকের
Автор: Shimul Salahuddin
Загружено: 2020-10-25
Просмотров: 110
Описание:
ঘরে বাইরে মঞ্চে এক সফল মানুষের নাম সারা যাকের। জন্মেছিলেন দেশভাগের বছর, অর্থাৎ ১৯৫৪ সালের ২১ অক্টোবর। একুশে পদকজয়ী এই অভিনেত্রী, সংস্কৃতিজন ও ব্যবসা উদ্যোক্তা পড়াশুনা শুরু করেছিলেন বায়োকেমেস্ট্রিতে, তা বদলে স্নাতক স্নাতকোত্তর শেষ করেছেন ইংরেজী সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নাগরিক নাট্যসম্প্রদায়ে সক্রিয় সারা যাকের ১৯৭৩ সাল থেকেই, দলের দুর্দান্ত অভিনয়শৈলীর এক বড় বিজ্ঞাপন তিনি। অভিনয় করেছেন দলের নাটকের এক হাজারেরও বেশি মঞ্চায়নে। কবি সুব্রত অগাস্টিন গোমেজ বেইলি রোডের মঞ্চনাটকের সোনালী দিনের কথা স্মরণ করে তার কবিতায় লিখেছেন,‘আলী যাকেরের পার্শ্বে সারা, অন্য পার্শ্বে নূর’। নাগরিকের সেসময়ের তিন প্রাণ, কালে আমাদের মঞ্চ ও টেলিভিশন নাটকের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে উঠেছেন।
টেলিভিশন নাটকে সারা যাকের এক শক্তিমান অভিনেত্রীর নাম। অয়োময় নাটকের শক্তিশালী নারী চরিত্র মির্জা বাড়ির বউ এলাচি বেগমের চরিত্রে অভিনয় করার কারণে সারাদেশের গ্রামে গঞ্চে এখনো তিনি পরিচিত এলাচি বেগম নামে। অজস্র নাটকের পাশাপাশি দারুণ কিছু চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সারা যাকের।
পেশাগত জীবনেও দারুণ সফল নীলনয়না সারা যাকের ১৯৮৫ সালে বাংলাদেশের বাজার গবেষণাকারী প্রতিষ্ঠান এমআরসি মুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।। ২০০৪ সালে তিনি প্রকল্প প্রধানের দায়িত্ব নেন নয়নতারা কমিউনিকেশন এর, যারা নির্মাণ করে শিশুদের জন্য অসামান্য অনুষ্ঠান সিসিমপুর। তিনি এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেডের পরিচালক এবং ধ্বনিচিত্র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি সারা যাকের পারিবারিক জীবনে এখন এক সুখী দাদী। আলী যাকেরের সাথে দীর্ঘ সুখ সংসারে তাদের দুই সন্তান ইরেশ যাকের ও শ্রেয়া সর্বজয়া, দুজনই সাম্প্রতিক সময়ে বাবা মা হয়েছেন। সারা যাকেরের আরেক সহকর্মী ও সংস্কৃতিজন শঙ্কর শাঁওজাল তাকে ডাকতেন ‘অপরাজিতা’। অপরাজেয় সারা যাকের এখনো নিমগ্ন নাটকের বিশ্বসম্ভার থেকে মণিমুক্তা তুলে এনে অনুবাদ করে বাংলা নাটককে সমৃদ্ধ করতে।
এই সক্রিয় সফল মানুষটিকে আরো জানতেই, ২১ অক্টোবর তাঁর জন্মদিন ঘিরে আমাদের আজকের InতাঁরView with Shimul Salahuddin এর অতিথি সারা যাকের।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: