হযরত ফাতেমা রাঃ এর জীবনী
Автор: সমাজ দর্পণ টিভি
Загружено: 2025-08-24
Просмотров: 1106
Описание:
হযরত ফাতেমা (রাদিয়াল্লাহু আনহা) জীবনী
হযরত ফাতেমা (রা) ছিলেন রাসূলুল্লাহ ﷺ এর কনিষ্ঠ কন্যা এবং ইসলামের ইতিহাসে এক মহান নারী। তিনি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাশীল, ধার্মিক, সাহসী ও ত্যাগী ছিলেন।
জন্ম ও পরিবার
• পুরো নাম: ফাতিমা বিনতে মুহাম্মদ ﷺ
• কুনিয়াত: উম্মু আবি হা (অর্থ: ‘পিতার জননী’, কারণ তিনি শৈশবেই বাবাকে মাতৃত্বসুলভ ভালোবাসা দিতেন)
• জন্ম: মক্কায়, নবুওয়াত প্রাপ্তির কয়েক বছর আগে (প্রায় 605 খ্রিস্টাব্দে)
• পিতা: হযরত মুহাম্মদ ﷺ
• মাতা: হযরত খাদিজা (রা)
শৈশব ও চরিত্র
শৈশব থেকেই ফাতেমা (রা) অত্যন্ত বিনয়ী, ধৈর্যশীলা ও পরহেযগার ছিলেন। তিনি মক্কায় মুসলমানদের উপর নির্যাতন নিজ চোখে দেখেছেন এবং বাবার পাশে থেকে কষ্ট ভাগ করে নিয়েছেন। একবার কাফেররা মসজিদে নবী ﷺ এর উপর উটের নাড়িভুঁড়ি ফেলে দিলে তিনি ছুটে এসে তা সরিয়ে দেন এবং বাবাকে সান্ত্বনা দেন।
বিয়ে ও সংসার
• স্বামী: হযরত আলী ইবনে আবি তালিব (রা)
• বিয়ে: হিজরতের ২য় বছরে
• সন্তান: হাসান (রা), হুসাইন (রা), যায়নাব (রা), উম্মে কুলসুম (রা)
তাদের সংসার ছিল সাদামাটা ও দরিদ্র, কিন্তু ইমান, ভালোবাসা ও ত্যাগে পরিপূর্ণ। ফাতেমা (রা) গৃহস্থালীর কাজ নিজ হাতে করতেন — আটা পেষা, পানি আনা, কাপড় ধোয়া ইত্যাদি। কখনো কোনো অভিযোগ করতেন না।
ধর্মীয় মর্যাদা
রাসূল ﷺ তাঁকে “আমার দুনিয়া ও আখেরাতের সেরা নারী” বলে আখ্যায়িত করেছেন।
তিনি ছিলেন:
• ইসলামের চার মহীয়সী নারীর একজন (মরিয়ম, আসিয়া, খাদিজা, ফাতেমা)
• স্বামী ও সন্তানদের জন্য ত্যাগের প্রতীক
• ধৈর্য ও পরহেযগারির আদর্শ
নবী ﷺ এর সাথে সম্পর্ক
ফাতেমা (রা) ছিলেন নবী ﷺ এর সবচেয়ে প্রিয় কন্যা। নবী ﷺ বলতেন:
“ফাতেমা আমারই অংশ। যাকে সে কষ্ট দেয়, আমাকেও কষ্ট দেয়।”
নবী ﷺ যখন মৃত্যুশয্যায় ছিলেন, তখন ফাতেমা (রা) তাঁর পাশে ছিলেন। নবী ﷺ তাঁকে গোপনে বলেছিলেন যে, তিনিই তাঁর পরিবারের মধ্যে সবার আগে তাঁকে অনুসরণ করবেন। এতে ফাতেমা (রা) প্রথমে কেঁদেছিলেন, পরে হাসলেন — কারণ তিনি বুঝেছিলেন যে, বাবার ইন্তেকালের পর বেশিদিন দুনিয়ায় থাকবেন না।
ইন্তেকাল
• তারিখ: ১১ হিজরি, নবী ﷺ এর ইন্তেকালের মাত্র ৬ মাস পরে
• বয়স: প্রায় ২৯ বছর
• দাফন: জান্নাতুল বাকী কবরস্থানে (মদিনা)
• গোপন কবর: তিনি وصية করেছিলেন যেন রাতের অন্ধকারে দাফন করা হয় এবং কবরের সঠিক স্থান প্রকাশ না করা হয়।
শিক্ষা ও আদর্শ
হযরত ফাতেমা (রা) আমাদের শিখিয়েছেন—
1. ধৈর্য ও পরহেযগারি জীবনের আসল সৌন্দর্য।
2. দুনিয়ার কষ্টের চেয়ে আখেরাতের সুখ বড়।
3. পরিবারের জন্য ত্যাগ ও ভালোবাসা ইবাদতের সমান।
4. নারীর আসল মর্যাদা বিনয় ও তাকওয়ায়।
#হযরত-ফাতেমা-রাঃ-এর-জীবনী
#মহিলাসাহাবীর-জীবনী
#হযরত-ফাতেমা-রাঃ-সিরাত
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: