Ayatul Kursi 30 times | আয়াতুল কুরসি ৩০ বার - শুনতে শুনতে ঘুমাতে পারেন | اية الكرسى Recited by Hasan
Автор: The Holy Quran Present
Загружено: 2025-11-13
Просмотров: 6
Описание:
Ayatul Kursi 30 times | আয়াতুল কুরসি ৩০ বার - শুনতে শুনতে ঘুমাতে পারেন | اية الكرسى Recited by Hasan
আয়াতুল কুরসি (آية الكرسي) হচ্ছে কুরআনুল কারিমের সূরা আল-বাকারাহ (২ নম্বর সূরা)-এর ২৫৫তম আয়াত।
এটি কুরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও শক্তিশালী আয়াতগুলোর একটি, যেখানে আল্লাহর মহিমা, সার্বভৌমত্ব ও জ্ঞানের সীমাহীনতা বর্ণিত হয়েছে।
📖 আয়াত (আরবি ও উচ্চারণ)
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
اللَّهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ
لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ
لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ
وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ
وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ
وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
উচ্চারণ:
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম,
লা তাক্খুযুহু সিনাতুওঁ ওয়ালা নাওম,
লাহু মা ফিস্সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
মান যাল্লাযি ইয়াশফাউ ইন্দাহু ইল্লা বিইযনিহ,
ইয়ালামু মা বাইনাইদিহিম ওয়া মা খালফাহুম,
ওয়ালা ইউহিতূনা বিশাই’ইম মিন ইলমিহি ইল্লা বিমা শা’আ,
ওয়াসি‘আ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ,
ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা,
ওয়া হুয়াল আলিইয়্যুল আজিম।
🌿 বাংলা অনুবাদ
“আল্লাহ — তিনি ব্যতীত কোনো উপাস্য নেই।
তিনি চিরঞ্জীব, সর্বপালনকর্তা।
তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না।
আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর।
কে আছে এমন, যে তাঁর অনুমতি ব্যতীত তাঁর কাছে সুপারিশ করতে পারে?
তিনি জানেন তাদের সামনে যা আছে এবং যা তাদের পেছনে আছে।
তারা তাঁর জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, যতটুকু তিনি ইচ্ছা করেন তা ছাড়া।
তাঁর কুরসি (সিংহাসন) আসমানসমূহ ও জমিনকে পরিবেষ্টন করে আছে,
আর সেগুলোর সংরক্ষণ তাঁকে ক্লান্ত করে না।
তিনি মহান, পরম শ্রেষ্ঠ।”
(সূরা আল-বাকারাহ: ২৫৫)
🌟 ফজিলত ও গুরুত্ব
সবচেয়ে মহান আয়াত:
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
“কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি।”
(সহিহ মুসলিম)
শয়তান থেকে রক্ষা:
রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ একজন রক্ষাকারী ফেরেশতা নিয়োগ করেন, এবং শয়তান কাছে আসতে পারে না।
(সহিহ বুখারি)
প্রতিদিনের সুরক্ষা:
ফজর ও মাগরিবের নামাজের পর পাঠ করলে সারাদিন-রাত নিরাপদে থাকেন।
(আবু দাউদ)
বাড়ি ও সম্পদের বরকত:
বাড়ি থেকে শয়তান দূরে থাকে এবং রহমতের পরিবেশ সৃষ্টি হয়।
মৃত্যুর পর জান্নাতের নিশ্চয়তা:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার জান্নাতে প্রবেশে শুধু মৃত্যু বাধা।”
(নাসাঈ, ইবনু হিব্বান)
💫 আয়াতুল কুরসি থেকে পাওয়া শিক্ষা
আল্লাহ এক ও অদ্বিতীয়।
আল্লাহর জীবন্ত ও চিরন্তন অস্তিত্ব।
আল্লাহ সবকিছুর জ্ঞান রাখেন — দৃশ্য ও অদৃশ্য উভয়ই।
আল্লাহর অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না।
তাঁর ক্ষমতা আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে।
আল্লাহ ক্লান্ত হন না, তাঁর শক্তি সীমাহীন।
মানুষ সর্বদা তাঁর উপর নির্ভরশীল।
#ayatulkursi #quran #quranrecitation #qurantilawat
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: