আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
Автор: jamalpur news24
Загружено: 2025-05-01
Просмотров: 100
Описание:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের মডেল মসজিদের সামনে থেকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখার উদ্যোগে এ র্যালির ্ও সমাবেশ আয়োজন করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে শ্রমিকদের অধিকার ও ন্যায্য মজুরির দাবিতে সচেতনতা সৃষ্টি করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার মোঃ ময়নাল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল,
এসময় তিনি বলেন, “শ্রমিকদের প্রতি সুবিচার না করে কোনো সমাজ টিকতে পারে না। ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশ দিয়েছে। আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব।”
আরও বক্তব্য রাখেন জামালপুর জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি সৈয়দ ইউনুস আহমাদ, সুলতান মাহমুদ সিরাজি , মুফতি শফিকুল ইসলাম, মুফতি হুমায়ন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: