এলাকায় পরিচিত মুকুল মৌলভী নামে| ওয়াজের মাঠে নুরুল ইসলাম গুলজারী নামে পরিচিত! উনার ওয়াজ বয়কট করুন।
Автор: Lillah Media (লিল্লাহ মিডিয়া)
Загружено: 2021-10-24
Просмотров: 274
Описание:
#ফয়জুলকরীম #সিদ্দিকী
লোকটার এলাকাতে পরিচিত নামঃ মুকুল মৌলভী। ওয়াজের মাঠে নুরুল ইসলাম গুলজারী নামে পরিচিত।
তাহার জন্মস্থানঃ চলনা, পলাশ, নরসিংদী। বর্তমান ঠিকানা গাজীপুর।
চরমোনাইকে নিয়া তাহার একটা বয়ান নেটে আছে, যাহাতে তিনার স্বপ্নের কথা বলেছেন।
তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে‚, ওয়াজের মঞ্চে স্বপ্নের কথা বলেন কেন?
জবাবে বলেন, “আমি তো স্বপ্নের কথা বলেছি আর স্বপ্ন কখনো দলিল হতে পারে না”
আরো বলেন, আমি যদি একটা বর্ণও মিথ্যা বলে থাকি তাহলে আল্লাহ যেন আমার বিচার করেন।
এই স্বপ্ন দেখার পরের বছরই চরমোনাইর মাহফিলে যাই। কিন্তু আমি সেখানে মুরিদ হই নাই। সেখানের কোন সংগঠনের সাথে জরিত হই নাই। এমনকি সংগঠনের কোন নেতা কর্মীর সাথেও যোগাযোগ নাই।
কয়েক বৎসর আগে দেখা স্বপ্ন কোনদিন কারো কাছে বলি নাই। গত ডিশেম্বরে কোন এক মাহফিলে বয়ানকালে হঠাৎ মনে হয়েছে তাই বলে ফেলেছি। এতে তো কারো কোন সমস্যা দেখছি না।
তারপর থেকে চরমোনাইকে শুধু সমর্থন করে যাচ্ছেন। তরিকার সাথে নুন্যতম কোন সম্পর্কও নাই।
কিন্তু অতিব দুঃখের সাথে বলতে হয় যে, যাহার চরমোনাইর কোন সংগঠনের সাথে নুন্যতম সম্পর্কও নাই সেই লোকের বয়ানকে কেন্দ্র করে কিছু কিছু বিখাউজ মার্কা চরমোনাইকে একেবারে সাবান ছাড়াই ধৌত করে দিতেছে...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: