সুগন্ধি মাখার তিনটা সেরা পদ্ধতি! । 3 ways to apply attar/perfume
Автор: Perfumance
Загружено: 2023-03-14
Просмотров: 20760
Описание:
ইউরোপ-আমেরিকার শীত আর আমাদের শীতে তফাৎ আছে৷ ওদিকে তুষার পরে, ঠান্ডায় জমে যেতে হয়। কিন্তু বাংলাদেশে ১০-১২ ডিগ্রির নিচে নামেনা তীব্র শীতেও। ঐসব দেশের শীতল আবহাওয়া মাথায় রেখে যেসব ঘ্রাণ তৈরি হয়, স্বভাবতই তাই আমাদের ওয়েদারে সেগুলা একটু কম টিকে।
মিডল ইস্ট-সৌদি আরবে খুব গরম। গত কয়েকবছর ধরে আমাদের দেশেও রোদের প্রকোপ অনেক বেশি। কিন্তু সৌদি মরুভূমির দেশ, বাতাসে জলীয় বাষ্প থাকে কমকম। তাই সেখানে গরমে শরীর চিড়বিড় করে ঠিকই, কিন্তু লোকে ঘামে কম।
এদিক থেকে বাংলাদেশ খুব আলাদা, বাতাস ভর্তি থাকে জলীয় বাষ্প দিয়ে আর অল্প গরমেই আমরা দরদরিয়ে ঘামি। তাই এরাবিয়ান ওয়েদার নজরআন্দাজ করে বানানো সুগন্ধিও ফিকে পড়ে যায় আমাদের সামনেঃ রোদের তাপে সুবাস-অণু দেদারসে উড়ে ত যায় ই, পাশাপাশি যে ঘামের জলে ধুয়েও ফেলছি তাকে!
আমরা যেহেতু সবকিছুতেই ব্যতিক্রম, তাই দেশের বুকে সুবাসের ভালো পারফর্মেন্স চাইলে ব্যতিক্রম কিছুই করতে হবে। অনেকেই বলেন পালস পয়েন্টগুলায় পারফিউম লাগালে ভালো আউটকাম পাওয়া যায়, তবে আমরা বলি 'বাংলাদেশের জন্য' এই ভিডিওতে দেখানো পদ্ধতিগুলাই সেরা!
আমাদের পারফিউম/আতর অনলাইনে পেতেঃ
আমাদের ফেসবুক পেইজের ইনবক্সেঃ / perfumancebd
ওয়েবসাইটঃ https://perfumancebd.com/
অফলাইন বা স্বশরীরে এসে কিনার জন্যঃ
ঢাকাঃ
পারফিউমেন্স ঢাকা
দোকান নং ১৭১ ও ১৭৯, তৃতীয় তলা,
খিলগাঁও পাকা মসজিদ মার্কেট
খিলগাঁও, ঢাকা-১২১৯।
ফোনঃ ০১৪০১৭৯০৭০৮
চট্টগ্রামঃ
পারফিউমেন্স চট্টগ্রাম
দোকান নং ১৬১, নিচতলা
খুলশী টাউন সেন্টার কনকর্ড, [খুলশী-২ এর বিপরীত দিকে], দক্ষিণ খুলশী, চট্টগ্রাম
ফোনঃ ০১৫৫৪৫৩০১৫৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: