গাড়ি চালানো শিখুন মাত্র ১৫ মিনিটে ফুল কোর্স !! Bangla Car Driving Full Training For Beginner's
Автор: Driving With Sikhboi Academy
Загружено: 2023-09-18
Просмотров: 178
Описание:
প্রাইভেটকার খুবই প্রয়োজনীয় একটি গাড়ি।যদি নিজের একটি প্রাইভেটকার থাকে তাহলে খুব সহজেই সময়ের সাশ্রয় করা সহ সকল কাজই যথা সসয়ে করা সম্ভব হয়।
প্রাইভেটকার চালাতে হলে অবশ্যই আপনাকে এটা শিখে নিতে হবে।না শিখে কখনো প্রাইভেটকার চালানো সম্ভব না।
আজ আমি প্রাইভেটকার চালানোর সকল কৌশল বিস্তারিত ভাবে শিখাব।
গাড়ী চালাতে হলে নিম্ন লিখিত ট্রিপস গুলো মনে রাখা জরুরীঃ
__________________________________________________________
প্রথমে আপনাকে প্রাইভেটকারের ভিবিন্ন সুইচ সম্পর্কে ধারনা নিতে হবে।ভিডিওতে সকল সুইচের ধারনা দেওয়া হয়েছে দেখে নিন।
১/ গাড়ী চালাতে হলে প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে গাড়িটা নিউটাল আছে কিনা।নিউটাল বলতে বুঝানো হয় গাড়িটি সম্পুর্ন গিয়ার ফ্রি কিনা যদি গাড়ীটি গিয়ার ফ্রি থাকে তখন গাড়িতে চাবি দ্বারা ষ্টাট করুন।এবং ডান পা-টি এক্সসেলেটর লিবারে রেখে হালকা চাপ দিন দেখবেন গাড়িটি সুন্দর শব্দ করছে।
২। মিটার বোর্ডের দিকে খেয়াল করুন যেমন গাড়ির ইন্জিনের তাপমাত্রা,জ্বালানী,ইন্ডিকেটর লাইট সহ প্রয়োজনীয় সরন্জাম কাজ করে কিনা বা সব ওকে আছে কিনা। যদি ওকে থাকে
৩/ এবার খেয়াল করুন গাড়ির সামনে ও পিছনে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমান জায়গা আছে কিনা যদি থাকে এ অবস্থায় গাড়ি চালানো যেতে পারে।
৪/ এবার ষ্টিয়ারিং টি শক্ত করে দরুন।
৫/ তারপর ডান পাঁ রাখা এক্সসেলেটর লিবারটি হালকা চাপ দিয়ে ইন্জিনে পর্যাপ্ত শক্তি তৌরি করুন।
৬/আস্তে আস্তে এক্সিলেটর ছারুন আপনার গাড়ি সামনের দিকে যাওয়া শুরু করবে।
৭/ এবার আসুন গাড়ি থামাবেন কিভাবে?
🚗 আপনি এই ভিডিওতে যা শিখবেন:
অপরিহার্য প্রতিরক্ষামূলক ড্রাইভিং নীতি
সম্ভাব্য বিপদের পূর্বাভাস এবং প্রতিক্রিয়া করার কৌশল
কিভাবে সঠিক অনুসরণ দূরত্ব বজায় রাখা যায়
প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি পরিচালনার জন্য কৌশল
বাস্তব-বিশ্বের দৃশ্যকল্প এবং ব্যবহারিক অনুশীলন
আপনি একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে চাইছেন এমন একজন নতুন ড্রাইভার বা আপনার দক্ষতা রিফ্রেশ করার লক্ষ্যে একজন অভিজ্ঞ ড্রাইভার হোক না কেন, এই ভিডিওটি আপনার জন্য। একজন আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল ড্রাইভার হওয়ার জন্য এই শিক্ষামূলক যাত্রায় আমাদের সাথে যোগ দিন। আমাদের সর্বশেষ ড্রাইভিং টিপস এবং টিউটোরিয়ালগুলির সাথে আপডেট থাকতে লাইক, সাবস্ক্রাইব করতে এবং বিজ্ঞপ্তি বেলটি চাপতে ভুলবেন না! নিরাপদ ভ্রমন! 🛣️ #DefensiveDriving #DrivingSkills #road Safety #DrivingTips
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: