পরমাণু শক্তিযুক্ত কৃত্রিম সূর্য উদ্ভাবন করল চীন। China invents artificial sun ।
Автор: Dream Deviser
Загружено: 2020-12-08
Просмотров: 76
Описание:
আশ্চর্যের ব্যাপার মনে হলেও সত্য- পরমাণু শক্তিযুক্ত কৃত্রিম সূর্য উদ্ভাবন করল চীন।
আশ্চর্যের ব্যাপার মনে হলেও সত্য- পরমাণু শক্তিযুক্ত কৃত্রিম সূর্য উদ্ভাবন করল চীন। এটি আসলে এক নিউক্লিয়ার ফিউশন রি-অ্যাক্টর।
চীন সংবাদ মাধ্যম দাবি করছে, তারা এই কৃত্রিম সূর্য উদ্ভাবন করতে সামর্থ্য হয়েছে। ফলে দেশের পরমাণু শক্তি গবেষণার ক্ষমতা বহুগুণ বেড়ে গেল বলে চীনের দাবি।
চীনের নতুন এই রি-অ্যাক্টরের নাম এইচএল-2এম টোকামাক। দেশটির বৃহত্তম আধুনিকতম এই নিউক্লিয়ার ফিউশন এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিভাইসের মাধ্যমে দূষণহীন শক্তিশালী এক শক্তির উৎস হিসেবে উন্মুক্ত করা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা।
গরম প্লাজমা দ্রবীভূত করতে এই রি-অ্যাক্টর ব্যবহার করে একটি শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র। যারফলে এর তাপমাত্রা ১৫০ মিলিয়ন ডিগ্রী সেলসিয়াস টপকে যেতে পারে। তাতে দেখা যাচ্ছে- এটি সূর্যের থেকেও উষ্ণতা ১০ গুণ বেশি।
চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলির দাবি- এর ফলে শুধু যে দেশের বিদ্যুৎ শক্তির কৌশলগত চাহিদা মেটবে তা নয়; ভবিষ্যতে শক্তি ও জাতীয় অর্থনীতিতেও বিশাল অবদান রাখবে এমন কৃত্রিম সূর্য।
*ভয়েসঃ #জুনাইদ আল হাবিব
*তথ্য ও চিত্তঃ #রিয়াজুল ইসলাম
*ভিডিও সম্পাদনাঃ #জাকির হোসেন রবিন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: