ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

কেওকারাডং পর্বত আরোহন |Keokaradong Travel Adventure VLOG | রুমা | বান্দরবান | ভ্রমন গাইড ।

Keokaradong

কেওকারাডং

Travel Keokaradong

Bandorban

Ruma

বান্দরবান ভ্রমন

কেওকারাডং জয়

bandarban travel guide

কেওক্রাডং ভ্রমণ

boga lake

boga lake to keokradong

bandarban tour

কেওক্রাডং অভিযান

Автор: Adventure Lover's BD

Загружено: 2019-08-21

Просмотров: 543

Описание: কেওকারাডং পর্বত আরোহন |Keokaradong Travel Adventure VLOG | রুমা | বান্দরবান | ভ্রমন গাইড ।

সরকারী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ , কেওকারাডং পর্বতশ্রেনীর অন্তর্গত কেওকারাডং পর্বতশৃঙ্গ। সোন্দর্যের আঁধার খ্যাত এই শৃঙ্গ বীজয়ের আনন্দ-ই একসময় পাহাড় বীজয়ের সর্বোচ্চ আনন্দ ছিল এ দেশে। কালের পরিক্রমায় সে অবস্থা অনেক টা পরিবর্তন হলেও ,এর সোন্দর্যের প্রশংসা না করে কেহ-ই যায় না।

দেশের এডভেঞ্চার ও পাহাড় প্রেমীদের প্রথম দুর্গ বলা যায় এ কে। এভারেস্ট জয়ী মূসা ইব্রাহীম / এম এ মুহীত দের ও প্রথম ভালবাসা ছিল এ কেওকারাডং। কোন কোন পর্যটকের মতে এটি হচ্ছে বাংলার দার্জিলিং।

অবস্থান ঃ রুমা উপজেলা,বান্দরবান।

ভ্রমনের সময় ঃ সারাবছর, বিশেষত বর্ষার রূপ সবছেয়ে মনোমুগ্ধকর।চারদিকে মেঘের আনাগোনা।

ভ্রমনের ধরন ঃ মিডিয়াম টাইপ ট্রেকিং ( বগালেক হতে যাওয়া আসায় কমবেশী ৬ ঘন্টা )।
অবশ্যই ভোটার আইডি / যে কোন আইডি কার্ড এর ফটোাকপি নিতে ভূলবেন না।

বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে বাস এ বান্দরবান,
ঢাকা থেকে বাস ভাড়া : ৬২০*২ = ১২৪০ টাকা জনপ্রতি (নন এসি যাওয়া ও ফিরে আসা)

বান্দরবান-রুমা বাজার,বান্দরবান থেকে রুমা বাজার এর দূরত্ব ৪৮ কিলোমিটার। লোকাল বাস কিংবা চাঁন্দের গাড়ি/জীপে করে রুমা বাজার যাওয়া যায়। বাসে যেতে হলে বান্দরবানের রুমা বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে ১ ঘন্টা পর পর বাস রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া ১২০ টাকা, সময় লাগবে ৩ ঘন্টার মত। দলগত ভাবে গেলে রুমা বাজার যেতে পারেন জীপ/চান্দের গাড়িতে করে। এক গাড়ীতে ১০-১৫ যাওয়া যায়। বান্দরবান শহরের জীপ স্টেশন থেকে ৩০০০-৪০০০ টাকা ভাড়ায় গাড়ি নিতে হবে। জীপে করে গেলে সময় লাগবে ২ ঘন্টার মত।

(আর্মি ক্যাম্পে+থানায় এন্ট্রি)-কমলাবাজার-বগালেক-কেওকারাডং ট্রেকিং।

Updated Info :

১/ বান্দরবান থেকে বগালেক চান্দের গাড়ি ভাড়া যাওয়া ৫০০০-৫৫০০,আর যাওয়া-আসা ১০০০০।
২/ বান্দরবান থেকে কেওক্রাডং চান্দের গাড়ি ভাড়া যাওয়া আসা ১৭০০০
৩/ বগালেক থেকে চান্দের গাড়ি ভাড়া যাওয়া আসা ৬০০০ আর রাতে থাকলে ৭০০০
৪/ কি প্রশ্ন করছেন নিজে বুঝছেন কিনা দেখেন
৫/ বগালেক পর্যন্ত চান্দের গাড়ি ১০ হাজার আর কেওক্রাডং পর্যন্ত গেলে ১৭ হাজার। আলাদা খরচ নাই শুধু ড্রাইভারকে খাওয়াতে হবে।
৬/ বগালেকে লেকভিও কটেজ আছে ৩ টা,তবে এগুলার কোন নাম নেই আর কেওক্রাডং এ বেস্ট হলো মেঘবাড়ি কটেজ।
৭/ গাইড ই সব বুক করে দিবে
৮/ শিবুদা(+8801856729355) অসাধারণ একজন মানুষ।




বান্দরবান থেকে মিনি বাস/চান্দের গাড়ীতে রুমা বাজার ,
রুমা থেকে চান্দের গাড়ীতে বর্তমানে আর্মিদের কল্যানে সরাসরি বগালেক পর্যন্ত চান্দের গাড়ীতে যাওয়া যাচ্ছে। কেওকারাডং ট্রেকিং।রুমা থেকে বগালেক পর্যন্ত ল্যান্ডক্রুজারের রিজার্ভ ভাড়া ১৮০০ টাকা, চাঁদের গাড়ী ভাড়া ২০০০ টাকা।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘন্টা পর পর লোকাল চাঁদের গাড়ি যাওয়া আসা করে। বগালেক পর্যন্ত লোকাল ভাড়া জনপ্রতি ১০০ টাকা।

পূর্বে কমলা বাজার পর্যন্ত রোড ছিল এবং বাকি পথ ৪০ মিনিট -১ ঘন্টার ট্রেকিং এর পাহাড়ি পথ ছিল। এ ডকুমেন্টারিটি সে আঙ্গিকে করা।


বগালেক পৌঁছে সেখানের আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে। সেই রাত বগালেকে থেকে পরদিন খুব সকালে রওনা দিলে ৩-৪ ঘন্টা পায়ে হেঁটে(ট্রেকিং) কেওক্রাডং এর চূড়ায় পৌঁছতে পারবেন। বগালেক থেকে কেওক্রাডং এই পুরো রাস্তা হেঁটে যেতে হবে। মোটামুটি বেশ কিছু খাড়া পাহাড় পার হতে হবে। চাইলে সেইদিন কেওক্রাডং থেকে পরদিন বগালেক হয়ে রুমা বাজার তারপর বান্দরবান পৌঁছতে পারবেন। নয়তো সেইদিন কেওক্রাডং থেকে নেমে বগালেকে এসে রাতে থেকে তারপর দিন রুমা হয়ে বান্দরবান পৌঁছতে হবে। তবে সবচেয়ে ভালো হয় এক রাত কেওক্রাডং পাহাড় চুড়ায় থাকা। বাংলাদেশের পঞ্চম উঁচু পাহাড় থেকে সুর্যাস্ত ও সূর্যোদয় দেখার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
নোটঃ বর্তমানে রাস্তা ভালো থাকলে গাড়ি দিয়েই কেওক্রাডং পর্যন্ত যাওয় যায়। তবে যাওয়া যাবে কিনা তা নির্ভর করবে রাস্তা ঠিক আছে কিনা তার উপর।

কেওক্রাডং গাইড ভাড়াঃ ১০০০-২৫০০ টাকা ,দলের সাইজ অনুযায়ী।


কোথায় থাকবেন ঃ লালা দা’র কটেজ ( শেয়ার বেসিস ,১০-১২ জন এক রূমে )।জনপ্রতি ১০০-১৫০ টাকা ভাড়া।

কোথায় খাবেন ঃ কেওকারাডং এ লালা দা’র হোটেল, ভালো খাবার পাওযা যায়, ১০০-২০০ টাকার খাবার প্যাকেজ পাওয়া যায়। ভাত, ডিম, আলুভর্তা, পাহাড়ি মুরগি দিয়েই হয় খাবারের আয়োজন।

এ ছাড়া ও কেওকারাডং এর পূর্বে দার্জিলিং পাড়ায় খাবার দোকান আছে। তবে শুকনো খাবার ব্যাগে রাখতে ভূলবেন না।


গাইড নিতে যোগাযোগ ঃ 01820408145 (মুন থং)।


কেওক্রাডং ভ্রমণ টিপস
• ট্রেকিং এর জন্যে ভালো গ্রিপের জুতা ব্যবহার করতে হবে।
• আপনার ব্যাগপ্যাক এর ওজন যত কম রাখতে পারবেন ট্রেকিং ততই সহজ হবে।
• বগালেকে ও কেওক্রাডং এ বিদ্যুৎ নেই, সোলার পাওয়ার সিস্টেম থাকলেও মোবাইল চার্জ দেয়ার জন্যে সাথে করে পাওয়ার ব্যাংক নিতে পারেন।
• ট্রেকিং এর সময় সাথে পর্যাপ্ত পানি রাখুন। পানি শেষ হয়ে গেলে কোন ঝিরি তে বোতল ভরে নিন।
• সাথে কয়েক প্যাকেট স্যালাইন বা গ্লুকোজ নিয়ে নিন।
• সব মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না, টেলিটক ও রবির নেটওয়ার্ক পাওয়া যায়।
• বগালেকে গোসল করার সময় সতর্ক থাকুন, গভীরতা অনেক।
• আদীবাসী মানুষের জীবন যাত্রা সমতলের মানুষের মত নয়, তাদের অসম্মান হয় এমন কিছু করবেন না।
• বান্দরবান থেকে বগালেক পুরো রাস্তাই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ভ্রমণে সতর্ক থাকুন।
• রুমা বাজার থেকে অবশ্যই আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে, বাগলেক আর্মি ক্যাম্পে রিপোর্ট করতে হবে। কেওক্রাডং ক্যাম্পেও তাই।



Captured with : Remax SD Action Cam,Samsung Galaxy Note-4,Redmi Note 5.
Edited with : Adobe Premiere Pro CC 2019 & Pro Show Producer 8.
Music By : YouTube (Royalty Free)


Thanks To - Traveller Jony ,Sheikh Nazim,Badruzzaman Talukdar,Dr.Umme Habiba & Vromon Pagla Travel Group.


Subscribe & Bell On & Stay Touch with the Channel.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
কেওকারাডং পর্বত আরোহন |Keokaradong Travel Adventure VLOG | রুমা | বান্দরবান | ভ্রমন গাইড ।

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]