বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি | রাষ্ট্রবিজ্ঞান, অনার্স ২য় বর্ষ, 222115 অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Автор: College of Knowledge
Загружено: 2023-11-13
Просмотров: 3522
Описание:
#অনার্স_২য়_বর্ষ
বিষয়ঃ রাষ্ট্রবিজ্ঞান
পত্রঃ #বাংলাদেশের_সমাজ_ও_সংস্কৃতি
#কোডঃ২২২১১৫
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (ক - বিভাগ)
#honours_2nd_year #political_science #রাষ্ট্রবিজ্ঞান
#bangladesh_society_and_culture
#my_facebook_page : / collegeofknowledgebd
১। প্রত্নতত্ত্ব কী?
উত্তরঃ খনন কাজ থকে উদ্ধারকৃত হাতিয়ার, তীর-ধনুক, ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র ইত্যাদি পরীক্ষা করে প্রাগৈতিহাসিক যুগের মানব সমাজ সম্পর্কে অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব।
২। ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত।
৩। বাংলাদেশে বসবাসরত চারটি উপজাতির নাম লিখ।
উত্তর : বাংলাদেশে বসবাসরত চারটি উপজাতির নাম হলো- ১. চাকমা ২. মারমা ৩. গারো ও ৪. সাঁওতাল
৪। বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর নাম লিখ। বা মাতৃতান্ত্রিক পরিবারের একটি উদাহরণ দাও।
উত্তরঃ বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর নাম হলো গারো।
৫। আর্যরা ভারতবর্ষে কত সালে আসে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ১৫০০ সালে।
৬। বহুপতি বিবাহ কী?
উত্তরঃ একজন নারীর সঙ্গে যখন একাধিক পুরুষের বিয়ে হয়, তখন তাকে বহুপতি বিবাহ বলে।
৭। সরোরেট বিবাহ কী?
উত্তরঃ কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোন বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।
৮। পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ কত প্রকার ও কী কী?
উত্তরঃ পাত্র পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ ২ প্রকার। যথাঃ একক বিবাহ ও বহুবিবাহ।
৯। লেভিরেট বিবাহ কী?
উত্তরঃ কোন বিধবা মহিলার সাথে মৃত স্বামীর যে কোন ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলে।
১০। পরিবার গঠনের পূর্বশর্ত কী?
উত্তরঃ পরিবার গঠনের পূর্বশর্ত বিবাহ।
১১। নয়াবাস পরিবার কাকে বলে?
উত্তরঃ বিয়ের পর নবদম্পতি পিতার বা মাতার বাসস্থানে না গিয়ে যদি নিজেরা আলাদাভাবে বাসস্থান তৈরি করে নেয় তবে তাকে নয়াবাস পরিবার বলে।
১২। বাংলাদেশের মাতৃভাষা দিবস কোনটি? বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি।
১৩। ‘আন্তর্জাতিক নারী দিবস’ কত তারিখ পালিত হয়?
উত্তরঃ ‘আন্তর্জাতিক নারী দিবস’ ৮ মার্চ পালিত হয়।
১৪। বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
উত্তর : বাংলাদেশের জিডিপিতে বকৃষির অবদান প্রায় ৩২%।
১৫। সামন্ত সমাজের এস্টেটগুলো কী?
উত্তরঃ সামন্ত সমাজের এস্টেটগুলো ছিল এক একটি কৃষি খামার।
১৬। বাংলাদেশে কত বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়?
উত্তরঃ ২৫ বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়।
১৭। “No society is classless or unstratified”- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ উক্তিটি করেছেন জন মিলার। (Unstratified = অপ্রমাণিত)
No society is classless or unstratified. – উক্তিটি কিংসলে ডেভিস ও উইলবার্ট ই. ম্যুর -এর।
১৮। ‘আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে তাই আমাদের সভ্যত ‘- উক্তিটি কার?
উক্তরঃ ‘আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা ‘- উত্তিটি ম্যাকাইভারের।
১৯। “A caste is doubtlessly a closed status- উক্তিটি কার?
উত্তরঃ “A caste is doubtlessly a closed status” উক্তিটি করেছেন Max Weber.
২০। সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী?
উত্তর : i. দাস প্রথা, ii. এস্টেট প্রথা, iii, জাতিবর্ণ প্রথা ও iv. সামাজিক শ্রেণী ও মর্যাদা।
২১। বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ এথনিক গোষ্ঠীর নাম চাকমা।
২২। সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? অথবা বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
উত্তরঃ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে সাঁওতাল এথনিক সম্প্রদায় বসবাস করে।
২৩। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম হলো রাজবংশী।
২৪। সাংগ্রেং কোন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?
উত্তর : সাংগ্রেং রাখাইন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান।
২৫। বিজু কোন এনথিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব?
উত্তরঃ চাকমা।
২৬। চাকমাদের ভাষার নাম কী?
উত্তরঃ চাকমাদের ভাষার নাম হলো ‘চাঙমা’ ভাষা’।
২৭। সাঁওতালরা কোন নৃ-গোষ্ঠীর অন্তর্গত?
উত্তরঃ সাঁওতালরা অস্ট্রালয়েড নৃ-গোষ্ঠীর অন্তর্গত।
২৮। গারোদের ভাষার নাম কী?
উত্তরঃ গারা ভাষার স্থানীয় নাম মান্দি ভাষা।
২৯। বাংলাদেশের কোন আঞ্চলে ‘জুমচাষ’ প্রচলিত রয়েছে?
উত্তর : বাংলাদেশের পার্বত্য অঞ্চলে তথা বৃহত্তর পার্বিত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও বৃহতর সিলেটের পার্বত্য অঞ্চলে আদিবাসীদের মধ্যে জুমচাষ প্রচলিত আছে।
৩০। ‘সংস্কৃতির অসম অগ্রগতি’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ ‘সংস্কৃতির অসম অগ্রগতি’ তত্ত্বের প্রবক্তা হলেন অগবার্ন।
৩১। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হলেন মোহাম্মদ আলী জিন্নাহ।
৩২। BARD কোথায় অবস্থিত?
উত্তরঃ BARD কুমিল্লায় অবস্থিত।
৩৩। কুমিল্লা মডেল কে এবং কত সালে চালু করেন?
উত্তরঃ ১৯৬০ সালে ড. আখতার হামিদ খান কুমিল্লা মডেল চালু করেন।
৩৪। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
৩৫। NGO এর পূর্ণ অভিব্যক্তি কী?
উত্তরঃ NGO এর পূর্ণ অভিব্যক্তি হলো “Non-governnent organization.”
৩৬। বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থার নাম লিখ।
উত্তর : বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থা হলো ব্র্যাক ও আশা।
৩৭। ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ফজলে হাসান আবেদ।
৩৮। ধর্ম কি?
উত্তরঃ ধর্ম হলো নির্দিষ্ট আচরণ ও অনুশীলন, নৈতিকতা, বিশ্বাস, বিশ্বদৃষ্টিভঙ্গি, গ্রন্থ, পবিত্র স্থান, ভবিষ্যদ্বাণী ইত্যাদি। ধর্মে নীতিশাস্ত্র বা সংস্থার একটি সামাজিক-সাংস্কৃতিক ব্যবস্থা, যা মানবতাকে অতিপ্রাকৃত, অতীন্দ্রিয় এবং আধ্যাত্মিকতার উপাদানগুলোর সাথে সম্পর্কিত করে।
৩৯। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম কী?
উত্তর : বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম ইসলাম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: