"আজকের অভিযান: উত্তর নস্কর চালা বটতলা কাকার ভাইরাল পুরি খেতে গিয়ে এক নতুন অভিজ্ঞতা!
Автор: Khairul Islam 2.0
Загружено: 2025-06-10
Просмотров: 475
Описание: "আজকের অভিযান: উত্তর নস্কর চালা বটতলা কাকার ভাইরাল পরি খেতে গিয়ে এক নতুন অভিজ্ঞতা! আজকের দিনটা ছিলো একেবারে অন্যরকম! সকাল সকাল বন্ধুদের সাথে ঠিক করলাম, আজকে একটু ভিন্ন কিছু করতে হবে। গন্তব্য—উত্তর নস্কর চালা বটতলা, যেখানে কাকার দোকানে পাওয়া যায় সেই বিখ্যাত ভাইরাল পরি। শুনেছিলাম, এই পরি খেতে গেলে যেন এক নতুন জগতের স্বাদ পাওয়া যায়। তো, আমরা রওনা দিলাম।দোকানে গিয়ে দেখি, লোকজনের ভিড় যেন কমছেই না। সবাই মুখে হাসি, হাতে পরি—একটা অদ্ভুত আনন্দের পরিবেশ। কাকার সাথে আলাপ করে জানলাম, এই পরি তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ কিছু উপকরণ, যা স্বাদে এনে দেয় অতুলনীয়তা।পরি খেতে গিয়ে প্রথমে একটু দ্বিধা ছিলো, কিন্তু প্রথম কামড়েই বুঝলাম—এটা শুধু খাবার নয়, একটা অভিজ্ঞতা! মিষ্টি, টক, আর একটু ঝাল—সবই যেন একসাথে মিশে গেছে। খেতে খেতে মনে হলো, এই পরি যেন শুধু পেটই ভরায় না, মনও ভরিয়ে দেয়।শেষে কাকার সাথে ছবি তোলার পর, আমরা হাসতে হাসতে বাড়ি ফিরলাম। আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো হয়ে থাকবে। যদি কখনো উত্তর নস্কর চালা বটতলা যাওয়া হয়, কাকার দোকানে ভাইরাল পরি খেতে ভুলবেন না!"#উত্তরনস্করচালা #বটতলা #কাকাকাবাংলাদেশ #ভাইরালপরি #পরিখাওয়া #খাওয়ারঅভিযান #খাবারপ্রেমী #বাংলাদেশিফুড #ঢাকাফুডি #ফুডস্টাগ্রাম #ফুডলাভার #ইনস্টাফুড #ফুডব্লগার #ফুডপিক্স #খাবারঅভিজ্ঞতা #খাবারভ্রমণ #ফুডরিভিউ #বাংলাদেশিফুডব্লগার #ঢাকাব্লগার #ভ্রমণওখাবার
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: