বুক রিভিউ 'দেয়াল' -হুমায়ূন আহমেদ|Book Review 'Deyal'-Humayun Ahmed
Автор: Research of Freedom
Загружено: 2019-06-28
Просмотров: 5107
Описание:
#দেয়াল
#হুমায়ূন_আহমেদ
বইটি রকমারি (Rokomari.com) থেকে সংগ্রহ করে পড়তে পারেন / অর্ডার করুন।
http://bit.ly/37cnRUX
বুক রিভিউ 'দেয়াল' -হুমায়ূন আহমেদ|Book Review 'Deyal'-Humayun Ahmed
Subscribe Research of Freedom https://bit.ly/2Gqjj0z
Research of Freedom Facebook page https://bit.ly/2GHNpyg
আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম।
Facebook https://bit.ly/2LgeVqX
Linkedin https://bit.ly/2IFi4ya
Twitter https://bit.ly/2UWp3cs
Instagram https://bit.ly/2VusNkW
দাদা সরফরাজ খান আর নাতনি অবন্তি এক সাথে থাকে। তাদের বাবা মা বিদেশে অস্বাভাবিক জীবন যাপন করেন। অবন্তির গৃহ শিক্ষক শফিক। এদের মিথস্ক্রিয়ায় ঘটনা প্রবাহ এগুতে থাকে। মুক্তিযুদ্ধের সময় ঘটনাক্রমে পীর পুত্র জাহাঙ্গীরের সাথে অবন্তির বিবাহ। অবন্তির বাধাহীন বিবাহ প্রত্যাখ্যান। কাককালীয় ভাবে ‘র’ এর এজেন্ট রাধানাথের সাথে শফিকের সম্পর্ক এবং এর সুবাদে খন্দকার মোশতাক, খালেদ মোশাররফ প্রমুখ ব্যক্তিবর্গের সাথে শফিকের পরিচয়, কারাবরণ এবং আরো নানা বৈচিত্রময় ঘটনা উপন্যাসে প্রাণবন্ততা আনে। রক্ষীবাহিনী ভূমিকা ও বাকশাল গঠন নিয়ে আলোচনা করেন। নিজের জীবন ঘনিষ্ঠ উদাহরণ পেশ করেন। বিশেষ করে শহীদ পরিবার হিসেবে প্রাপ্ত বাড়ি থেকে এ বাহিনী কর্তৃক লেখক পরিবারের হয়রানির বিষয়টিও উল্লেখ করেন। বঙ্গবন্ধুকে রক্ষায় তাঁর ‘বিখ্যাত তর্জনী’ কে ফরমেশন সাইন করে গঠিত রক্ষীবাহিনীর নির্লিপ্ততাকে সমালোচনা করেন।এন্থনি মাসকারেনহাসের উদ্ধৃতি দিয়ে আওয়ামী নেতা কর্মীদের বঙ্গবন্ধুর কাছ থেকে অন্যায় স্বার্থ ভাগিয়ে নেয়া এবং তাঁকে কেন্দ্র করে চাটুকার ও অবৈধ সুবিধাকামী মানুষদের দেয়াল তৈরীর বিষয়টি উল্লেখ করেছেন। কোর্টের নির্দেশনানুযায়ী বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার বর্ণনা সংশোধন করে ‘বঙ্গবন্ধু হত্যা মামলার’ রায় অনুসারে দেয়া হয়েছে। জেল হত্যার বর্ণনাও এসেছে জেল হত্যা মামলার রায় অনুযায়ী। মোশতাক সরকারে মেজর রশিদের ভূমিকা এবং তাদের নিবৃত করতে খালেদ মোশাররফের চেষ্টা, অতপর খালেদ মোশাররফের ক্ষমতা দখলের সাবলীল বর্ণনা এ বইতে উঠে এসেছে। কর্ণেল তাহের কে ‘মহাবীর’ হিসেবে উল্লেখ করা হয়েছে। লেখকের সাথে তাহেরের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তিনি প্রভাবিত হতে পারেন বলে আনিসুজ্জামান বইয়ের ভূমিকায় উল্লেখ করেন। বন্দিদশা থেকে জিয়ার মুক্তিতে তাহেরের ভূমিকা, খালেদ মোশাররফের মৃত্যু, জিয়ার ক্ষমতায় আসা এবং তাহেরের ফাঁসীর দৃশ্য গুলো লেখক কালির অক্ষরে চিত্রিত করছেন। জিয়াউর রহমানের ক্ষমতায় আসা, কোর্ট মার্শালে বিদ্রোহের বিচার, ফারুক ও রশীদদের ছেড়ে দেওয়া, তাহেরর ফাঁসী, এবং গোলাম আজমকে দেশে আনা এসব বিবেচনায় তাঁর সমালোচনা করেছেন। কিন্তু সাধারণ জীবনযাপন, বিদেশের সাথে সুসম্পর্ক, দেশ পরিচালনা ইত্যাদি ইস্যুতে জিয়াকে প্রশংসা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ঘটনা প্রবাহের উপর রচিত হয়েছে ইতিহাস আশ্রিত উপন্যাস ‘দেয়াল’ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ড ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট এর মূল উপজীব্য। লেখক এখানে বঙ্গবন্ধুর শাসনামল, বাকশাল গঠন, রক্ষী বাহিনীর কার্যক্রম, হত্যা পরবর্তী প্রতিক্রিয়া, জেল হত্যা, এবং এসব ঘটনায় মেজর রশীদ, মেজর ফারুক, খন্দকার মোশতাক প্রমুখের ভূমিকার স্পষ্ট বর্ণনা দিয়েছেন। পাশাপাশি খালেদ মোশাররফের ক্যু, মেজর জিয়াউর রহমা্নের আটকাবস্থা, কর্নেল তাহেরের অভিযান, জিয়ার ক্ষমতায় আসা, তাহেরেরে ফাঁসী, জিয়ার শাসনামল, বহির্বিশ্বের সাথে জিয়ার সম্পর্ক ইত্যাদি আলোচনা করেছেন।(Tanzila)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: