নিলামে মঙ্গল গ্রহের পাথর খণ্ড, দাম ৪৮ কোটি। Noboshongbad TV
Автор: Times of Bangladesh
Загружено: 2025-07-14
Просмотров: 21
Описание:
মঙ্গল গ্রহ সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। দেখতে লাল রঙের বলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলেও ডাকা হয়। দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহকে প্রাণধারণের উপযোগী করতে গবেষণা করছেন বিজ্ঞানীরা। এমনি কি মঙ্গলগ্রহে মানুষ বসবাস করতে পারবে কি না বা সেখানে গেলে কী হবে- তা নিয়ে সব সময় চলতে থাকে নানা চর্চা।
এবার সেই কৌতূহলকে আরও এক ধাপ এগিয়ে নিল মঙ্গল গ্রহ থেকে আসা এক বিশাল পাথরখণ্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস আগামী ১৬ জুলাই নিউইয়র্কে এই পাথরখণ্ডটি নিলামে তুলতে যাচ্ছে। সংবাদমাধ্যম ইউএসএ টুডে এই খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পাথরটির নাম NWA 16788। নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, এটি এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গলগ্রহ-উৎপত্তি উল্কাপিণ্ড। এর ওজন ২৫ কেজিরও বেশি এবং প্রস্থ প্রায় ১৫ ইঞ্চি। পৃথিবীতে যত মঙ্গল-উল্কাপিণ্ড পাওয়া গেছে, তার মধ্যে এই একটি খণ্ডই প্রায় ৬.৫ শতাংশ প্রতিনিধিত্ব করে। তুলনামূলকভাবে, এটি অন্যান্য উল্কাপিণ্ডের চেয়ে ৭০ শতাংশ বড়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: