🚉ট্রেন পরিষেবার শুভ সূচনা হল সরাসরি পুরুলিয়া- বাঁকুড়া- হাওড়া ভায়া মশাগ্রাম পথে
Автор: ZELLAR BARTA BANKURA
Загружено: 2025-06-28
Просмотров: 853
Описание:
🚉 দক্ষিণবঙ্গে নতুন একটি ট্রেন পরিষেবার শুভ সূচনা হল সরাসরি পুরুলিয়া-বাঁকুড়া-হাওড়া ভায়া মশাগ্রাম পথে।
✍️বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে পরিবহন ওয়েলফেয়ার সমিতি-র পক্ষ থেকে জানানো হয়।
🗓️৩০/০৩/১৯১৪ সালে বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে কোম্পানীর রেজিস্ট্রেশন পাই ম্যানেজিং এজেন্ট ম্যাকলিয়ড এণ্ড কোম্পানী লিমিটেড। ০১/০৫/১৯১৪ এই রেলপথটি নির্মাণ করার অনুমোদন লাভ করে। ১৫/১২/১৯১৬ বাঁকুড়া থেকে ইন্দাস পর্যন্ত রেল চলাচল শুরু হয়।
🗓️০১/০৪/১৯১৭ সেহারাবাজার পর্যন্ত, ০৬/০৬/১৯১৭ রায়না বা রায়নগর পর্যন্ত। ক্রমশ রেলপথটি এলাকার মানুষের যাতায়াতে খুবই জনপ্রিয় হয়ে ওঠে।
📌এছাড়া যথাযথ টিকিট চেকিং-এর ব্যবস্থা না থাকায় ১৯৬৭ সালে লোকসান দাঁড়ায় সাড়ে নয় লক্ষ টাকা।
✍️ এমতাবস্থায় ১৯৬৭ সালের জুলাই মাসে ভারত সরকারের সঙ্গে চুক্তি ও সরকার কর্তৃক পরিচালনভার গ্রহণ এবং দক্ষিণপূর্ব রেলের সঙ্গে সংযুক্তিকরণ।
🗓️ আজ ২৮ জুন ঐতিহাসিক এক দিনের সাক্ষী থাকল দক্ষিণবঙ্গ। চালু হলো বহু প্রতীক্ষিত পুরুলিয়া- বাঁকুড়া-হাওড়া ভায়া মশাগ্রাম নতুন ট্রেন পরিষেবা।
🚆 সাঁতরাগাছি স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির শুভ উদ্বোধন করেন ভারচুয়ালি।
🎤 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিশিষ্ট নেতা।
✅ সাঁতরাগাছি স্টেশন থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতৃত্ব।
⏰দুপুর ১টা ৩০ মিনিটে ট্রেনটি পুরুলিয়া স্টেশন থেকে ছেড়ে বাঁকুড়ায় পৌঁছায় বিকেল ৩টা ৩০ মিনিটে। এরপর মশাগ্রাম হয়ে রাত ৯টা ১০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে এই ট্রেন। দীর্ঘদিন ধরেই এই ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় তিনি নিজেও আনন্দ প্রকাশ করেন।
🛣️ বাঁকুড়া স্টেশনে ট্রেনটি পৌঁছানো মাত্রই জেলার বিজেপি বিধায়ক ও নেতারা সবুজ পতাকা নেড়ে ট্রেনকে স্বাগত জানান। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, বিধায়ক নীলাদ্রি শেখর দানা, দিবাকর ঘরামি, নির্মল ধারা, চন্দনা বাউরী, সত্যনারায়ণ মুখার্জি সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব এই সময় উপস্থিত ছিলেন। সোনামুখী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতেও বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া।
📣রেলযাত্রীরা জানিয়েছেন, নতুন এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় তারা অত্যন্ত খুশি। কেউ কেউ প্রথম দিনের যাত্রা উপভোগ করতে কলকাতা থেকেও ছুটে এসেছেন। সকলের মুখে ছিল আনন্দের ছাপ।
📌 জেলা বাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই ট্রেন পরিষেবা তাদের যাতায়াতকে অনেকটাই সহজতর করবে বলেই আশাবাদী সকলেই।
⏰দুপুর ১:৩০-এ ট্রেন ছাড়ে পুরুলিয়া থেকে, বিকেল ৩:৩০-এ পৌঁছায় বাঁকুড়ায় এবং হাওড়া পৌঁছায় রাত ৯:১০-এ।
🌟 বাঁকুড়া সহ অন্যান্য স্টেশনে বিজেপি নেতৃত্ব ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
💬 প্রথম দিনের যাত্রা উপভোগ করতে কলকাতা থেকেও ছুটে এসেছেন বহু রেলপ্রেমী।
🚉এই ট্রেন পরিষেবা দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন সকলে।
📌 #নতুনট্রেনপরিষেবা #পুরুলিয়াবাঁকুড়াহাওড়া #RailwayNews #BengalDevelopment #TrainLaunch #AshwiniVaishnaw #SoumitraKhan #SukantaMajumdar #BJPBengal #MosagramRoute #PuruliaToHowrah #BankuraNews #SouthBengalTrain #জেলারবার্তাবাঁকুড়া #জেলারবার্তা #ZellarBartaBankura
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: