যেভাবে যাবেন গোলাপ গ্রাম (How to go to Golap Gram)
Автор: Rimpi Arun Vlog
Загружено: 2019-12-06
Просмотров: 1531
Описание:
গ্রামের নাম আসলে গোলাপ গ্রাম না। গ্রামের নাম সাদুল্লাপুর। সাভার জেলার বিরুলিয়া ইউনিয়নের একটা গ্রাম। এই গ্রামের প্রায় প্রতিটি জমিতে চাষ হয় গোলাপ সহ অন্যান্য ফুলের। গ্রামজুড়ে এত এত গোলাপ দেখে সবাই একে গোলাপ গ্রাম নাম দিয়েছে। সেখানে যাওয়ার অনেকগুলা রাস্তা আছে। উত্তরা থেকে যেতে হলে, দিয়াবাড়ী হয়ে যেতে হবে বিরুলিয়া ব্রিজে। সেখান থেকে অটো, সিএনজি করে যাওয়া যায় গোলাপগ্রামে। বিরুলিয়া ব্রিজ থেকে যেতে সময় লাগে আধা ঘন্টার মত।
শুধু ফুলতে কেন্দ্র করে একটা গ্রাম বিখ্যাত হয়েছে, বিষয়টা মজার। গ্রামের মানুষগুলাও খুব ভালো। দর্শনার্থী দেখে তারা খুব খুশি হয়। কিন্তু অনেকেই গোলাপ গাছ নষ্ট করে, জমির আইল নষ্ট করে, এতে গ্রামের মানুষেরা বিরক্ত হয়, হওয়াটা অস্বাভাবিক কিছু না।
ঘুরে আসতে পারেন গোলাপ গ্রাম, ভালো লাগবে।
আমাদের ইউটিউব চ্যানেলটি সাস্ক্রাইব করতে ক্লিক করুন: http://bit.ly/2F6nAX1
আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন: http://bit.ly/357pDV7
আমাদের ফেসবুক পেজটিতে লাইক, ফলো করে যুক্ত থাকতে ক্লিক করুন: http://bit.ly/FBRimpiArun
#RimpiArunVlog
#GolapGram
#TouristSpot
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: