sad fish। african story। । বড় মাছের দুঃখ। আফ্রিকান গল্প । ভাত ঘুমের দুপুরে।
Автор: out of box with rodd
Загружено: 2022-09-30
Просмотров: 236
Описание:
sad fish
african story।
বড় মাছের দুঃখ।
আফ্রিকান গল্প ।
ভাত ঘুমের দুপুরে।
ভিডিও গল্প
আফ্রিকা আজ আর 'অজ্ঞাত অন্ধকার' মহাদেশ না হলেও সে মহাদেশের সাহিত্য সংস্কৃতির সাথে আমাদের পরিচয় খুব যে আছে তা নয়।
বিশাল আফ্রিকা মহাদেশের যে রয়েছে এক সুপ্রাচীন ঐতিহ্য, সে মহাদেশের মানুষ যে এক কালে সমৃদ্ধ সভ্যতা গড়ে তুলেছিলো তা আমাদের অনেকের কাছেই অজ্ঞাত।
এই অজ্ঞানতার কারণ অবশ্য দুর্নিরীক্ষ নয়। ষোড়শ, সপ্তদশ শতক থেকে সেখানে ইউরোপীয় ধনিক-বণিকদের স্বার্থে শুরু হয় উপনিবেশ স্থাপন।
তার পরের ইতিহাস যেমন বেদনাদায়ক, তেমনি সমগ্র মানব জাতির জন্যে কলঙ্কজনক। এক পরিশ্রমী, মেধাবী জনগোষ্ঠীর অগ্রগতিকে জোর করে পিছনে ঠেলে দেয়া হলো।
লুট করা হলো তাদের সম্পদ। মানুষগুলোকে জোর করে ধরে বেঁধে নিয়ে দাস হিসেবে বিক্রি করা হলো বিদেশের বাজারে। মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতির ভিত এই কালো মানুষগুলোর রক্ত জল করা শ্রমের সাহায্যেই রচিত হয়েছিলো সেদিন।
আজ অবশ্য দিন পাল্টাচ্ছে। এক কালের ক্রীতদাসদের উত্তরসূরিরা রুখে দাঁড়িয়েছে আজ। সৃষ্টি করছে নতুন ইতিহাস। আর সেই সুবাদে আমরা, উন্নয়নশীল দুনিয়ার বাদ-বাকিরাও ক্রমে পরিচিত হয়ে উঠছি তাদের কৃষ্টির সাথে।
পরিচয় যতো বাড়ছে ততোই বিস্মিত হচ্ছি। রূপকথার জগৎ ভিন্ন। লোক-মানসের সৃষ্ট এই কাহিনিগুলো অগণিত মানুষের আকাঙ্ক্ষা, তাদের সুখ-দুঃখের সাথে পরিচয় করিয়ে দেয়।
সমাজের যে পিলসুজদের শ্রমে সভ্যতার ইমারত গড়ে ওঠে সেই পিলসুজদের বঞ্চিত জীবনের গভীরে অন্তর্লীন ন্যায়বিচারের জন্যে আকুতি উদ্ভাসিত হয় এই রূপকথাগুলোতে।
রূপকথার এই বৈশিষ্ট্য যে বিশ্বজনীন, সে কথাটিই আফ্রিকার কাহিনিগুলোতে আবারও প্রমাণিত হলো। আফ্রিকার আবহের বিশিষ্টতাটুকু বাদ দিলে কাহিনিগুলোর সাথে পঞ্চতন্ত্রের কাহিনিগুলোর পার্থক্য খুঁজে পাওয়া কঠিন। সেই সময়কে তুলে ধরতেই আমার এই প্রচেষ্টা। আশা করছি ভালো লাগবে।
আরও ভালো করার জন্যে আপনাদের মতামত চাচ্ছি।
ঈশপের গল্প:
Tradition Bangla Story- ঈশপের গল্প
• Esoper Golpo (ঈশপের গল্প)
ভাত ঘুমের দুপুরের পর্বগুলো দেখার জন্যে:
Pagla Dasu
• Vatgumer Dupure (ভাত ঘুমের দুপুরে)
কবির কন্ঠে কবিতা শুনতে:
পাখি (কবি: সবুর বাদশা)
• Видео
Audio Copyright:youtube audio library
Facebook Page :
/ out-of-box-104578955015946
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: