# আল- মালিক নামের জিকির আমল ও ফজিলত
Автор: News Network - NN
Загружено: 2025-07-31
Просмотров: 0
Описание:
আল-মালিক নামের জিকির: আমল ও ফজিলত
আল-মালিক (الْمَلِكُ) অর্থ: পরম অধিপতি, একমাত্র মালিক। আল্লাহ্ তাআলার এই গুণবাচক নামের জিকির করলে হৃদয়ে ভয়-ভক্তি বৃদ্ধি পায় এবং আল্লাহর মালিকানা স্বীকৃত হয়।
যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর ১০০ বার "ইয়া মালিকু" (يَا مَلِكُ) পড়বে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে দুনিয়ার প্রতি অতিরিক্ত মোহ দূর হবে। আত্মিক প্রশান্তি ও আল্লাহর প্রতি তাওয়াক্কুল বৃদ্ধি পাবে। যাদের রিজিকে বরকতের ঘাটতি আছে, তারা এই নামের জিকির নিয়মিত করলে আল্লাহ্ তাআলা তাঁর ফজলে রিজিকের দরজা খুলে দেন।
এই জিকির আত্মবিশ্বাস, ইমানের দৃঢ়তা ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা তৈরি করে। আল্লাহই প্রকৃত মালিক, তাঁর কাছে হাত তুললে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ হয়।
🔹 আমলঃ প্রতিদিন ভোরে বা রাতে একাকী পরিবেশে ১০০ বার “ইয়া মালিকু” জিকির করুন।
🔹 ফজিলতঃ রিজিক, নিরাপত্তা ও আত্মিক প্রশান্তির জন্য দারুণ উপকারী।
#আলমালিক #জিকির #ইসলামিকপোস্ট #দুয়া #ফজিলত #রুহানীচিকিৎসা #ইয়ামালিকু #আল্লাহরনাম #রিজিক #Dhormo #IslamicReminder #আল্লাহ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: