সুচিত্রাসেন গঙ্গার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা কেন বসে থাকতেন
Автор: Wonder Of The World
Загружено: 2025-07-16
Просмотров: 1291
Описание:
মহানায়িকা সুচিত্রাসেন গঙ্গার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা কেন বসে থাকতেন?
মহানায়িকা সুচিত্রা সেন বাংলা সিনেমার ইতিহাসে এক কিংবদন্তি অভিনেত্রী, যাঁর নাম শুনলেই ভক্তদের হৃদয়ে আজও জেগে ওঠে রূপ, গ্ল্যামার আর মায়ার এক অবিস্মরণীয় স্মৃতি। ১৯৩১ সালের ৬ এপ্রিল, পাবনায় জন্ম নেওয়া সুচিত্রা সেনের প্রকৃত নাম ছিল রোমা দাশগুপ্ত। তিনি ১৯৫২ সালে শেষ কোথায় চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন, তবে খ্যাতি আসে সাত পাকে বাঁধা, সাগরিকা, হারানো সুর, সপ্তপদী–এর মতো কালজয়ী ছবির মাধ্যমে।
তিনি উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে ‘উত্তম-সুচিত্রা’ নামক এক ঐতিহাসিক যুগল রচনা করেন, যা আজও বাংলা চলচ্চিত্রের এক অনন্য নিদর্শন। তার রহস্যময় ব্যক্তিত্ব, আবেগপ্রবণ অভিনয় ও অভিজাত সৌন্দর্য তাঁকে ‘মহানায়িকা’ উপাধি এনে দেয়। ১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রের জন্য মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করেন—যা ছিল এক আন্তর্জাতিক স্বীকৃতি।
#মহানায়িকা #সুচিত্রাসেন #সুচিত্রা #সেন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: