তরমুজের রোগ ও দমন ব্যবস্থা । রোগ প্রতিরোধ ওষুধ তালিকা ।
Автор: krishi fast bd
Загружено: 2024-02-01
Просмотров: 145
Описание:
তরমুজের রোগ ও দমন ব্যবস্থা । তরমুজ বাংলাদেশের মানুষের প্রিয় ফল সমূহের একটি। এটি বেশ পুষ্টিকর এবং উপাদেয় ফল। বাণিজ্যিকভাবে বাংলাদশের বিভিন্ন জায়গায় এর চাষ হয়ে থাকে। তরমুজের উল্লেখযোগ্য পুষ্টি সমূহ হচ্ছে- ভিটামিন, মিনারেল ও এন্টিঅক্সিডেন্ট। প্রতি ১০০ গ্রাম তরমুজে ৯২% পানি, ৩০ কিলোক্যালরি শক্তি, ০.৬১ গ্রাম আমিষ, ০.১৫ গ্রাম চার্বি, ০.৪ গ্রাম আঁশ, ৬.২ গ্রাম শ্বেতসার, ২৩০ মিলিগ্রাম ক্যারোটিন, ৫৬৯ ওট ভিটামিন এ, ০.৪৯৮ মিলি গ্রাম ভিটামিন বি, ৮.১ মিলি গ্রাম ভিটামিন সি, ১১২ মিলিগ্রাম পটাশিয়াম, ৭ মিলিগ্রাম ক্যালসিয়াম, ১১ মিলিগ্রাম ফসফরাস, ০.২৪ মিলিগ্রাম লৌহ রয়েছে।
জলবায়ু ও মাটি : বেশি শীতও না, আবার বেশি গরমও না এমন আবহাওয়া তরমুজ চাষের জন্য উত্তম। তরমুজের ভালো ফলনের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা হলো দিনের বেলায় ২৫-২৮ ডিগ্রী সেলসিয়াস এবং রাতের বেলায় ১৮-২০ ডিগ্রী সেলসিয়াস। মেঘলা আবহাওয়ায় তরমুজরে ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। বেলে দোআঁশ বা দোআঁশ মাটিই এর চাষের জন্য সর্বোৎকৃষ্ট।
তরমুজের রোগ ও দমন ব্যবস্থা, তরমুজ_চাষ, Watermelon_growing, Watermelon_cultivation, Watermelon
তরমুজ চাষ পদ্ধতি, তরমুজ চাষ, হলুদ তরমুজ চাষ, হলুদ তরমুজ চাষ পদ্ধতি, হলুদ তরমুজ, গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ পদ্ধতি, গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ, Golden crown cultivation, Golden crown water melon cultivation, বারোমাসি তরমুজ চাষ পদ্ধতি, বারোমাসি তরমুজ চাষ, ১২ মাসি তরমুজ চাষ, তরমুজের চারা রোপণ এর সঠিক সময় !!! The right time to plant watermelon seedlings., তরমুজের চারা রোপণ, তরমুজের রোগ,
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: