কী কী রোগে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন || Medicine Specialist Doctors || PDCL
Автор: Popular Health Insights
Загружено: 2023-05-26
Просмотров: 13946
Описание:
কী কী রোগে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন || Medicine Specialist Doctors || PDCL
যখন আমরা কোনো ব্যক্তিগত হাসপাতালে অথবা ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে চিকিৎসা নিতে যাই সেক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনকে সিদ্ধান্ত নিতে হয় তিনি কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন। সে ক্ষেত্রে কোন রোগের জন্য কোন ডাক্তার এটা জানা জরুরী। যদি কোন রোগের জন্য কোন চিকিৎসক এটা জানা না থাকে তবে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন।
তাই ব্যক্তিগতভাবে চিকিৎসা নেওয়ার পূর্বে রোগের উপসর্গগুলো অনুযায়ী কোন রোগের জন্য কোন ডাক্তারের শরণাপন্ন হতে হবে তা জানা থাকলে সুচিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে না।
এখন আমরা রোগ এবং রোগের উপসর্গ অনুযায়ী কোন রোগের জন্য কোন চিকিৎসক.....এ বিষয়ে আলোচনা করব...
মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কি? মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার কখন দেখাবেন?
যে সকল রোগের চিকিৎসা শুধু মেডিসিন দ্বারাই সম্ভব হয় এবং রোগীর জন্য কোনো ধরনের অপারেশনের প্রয়োজন হয় না। এই সকল রোগের চিকিৎসার জন্য মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তবে রোগের তীব্রতার উপর বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয় কোন রোগের জন্য কোন ডাক্তার দেখাবেন। একই রোগের চিকিৎসার জন্য মেডিসিন এবং সার্জন দু’ধরনের ডাক্তারি আছে, শুধুমাত্র প্রয়োজন বুঝে ব্যবস্থা নেওয়া কোন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আবার, অনেক সময় রোগী বুঝতেই পারেন না যে সে মূলত কোন রোগে আক্রান্ত। এমতাবস্থায় তাকে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
এছাড়াও –
◾উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ।
◾বুক ধড়ফড় করা
◾পেটে সমস্যা
◾রক্তে অতিরিক্ত চর্বি
◾অকারণে দুর্বলতা, ক্ষুধামন্দা, বমিভাব ও বমি হওয়া।
◾ঘন ঘন জ্বর আসা/কাঁপুনী দিয়ে জ্বর আসা।
◾প্রেসার ওঠানামা।
ইত্যাদি কারণে একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: