দক্ষিণ বারাসাতের মাটিতে এবার আঙ্গুর চাষ।ইচ্ছা আর পরিশ্রম থাকলে সম্ভব সবই
Автор: Sonarpur Update
Загружено: 2025-06-04
Просмотров: 62
Описание:
বিদেশি ফল হলেও, আঙ্গুর আমাদের সবারই পরিচিত ও প্রিয়। সাধারণত চিন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স কিংবা তুরস্ক—এই দেশগুলোতেই আঙ্গুর চাষ বেশি হয়। ভারতের কিছু রাজ্যেও দেখা মেলে বাণিজ্যিক আঙ্গুর উৎপাদনের। কিন্তু এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দক্ষিণ বারাসাতে এক নতুন ইতিহাস গড়লেন এক চাষী। বন্ধুর পরামর্শে বাড়ির পাশে পরিত্যক্ত একটি জমিতে পরীক্ষামূলকভাবে শুরু করেছিলেন আঙ্গুর চাষ। নানা জায়গা থেকে সংগ্রহ করেছিলেন আঙ্গুরের চারা। সেই সাহসিক সিদ্ধান্তই আজ তাঁকে এনে দিলো সাফল্য।
সবুজ পাতার ফাঁকে আজ ঝুলছে থোকা থোকা আঙ্গুর। ফলনও হয়েছে বেশ ভালো। স্বাদেও মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। চাষী জানান, আঙ্গুর চাষে সবচেয়ে দরকার সুনির্দিষ্ট জলবায়ু ও মাটির গঠন। পরিমাণ মতো বৃষ্টি দরকার হলেও মাটিতে যেন জল না জমে—তা খুব গুরুত্বপূর্ণ। তাপমাত্রা হওয়া চাই শুষ্ক ও উষ্ণ। সবদিক মাথায় রেখেই তিনি চাষ শুরু করেন। এই চাষ যদি আরও প্রসার লাভ করে, তাহলে লাভবান হবেন এলাকার বহু কৃষক। পাশাপাশি, স্থানীয় বাজারেও তৈরি হবে যোগানের ভারসাম্য, যা ফলের দামও কমাতে সাহায্য করবে।
এই কৃষক শুধু আঙ্গুর নয়, আরও কিছু বিদেশি ফলের চাষেও আগ্রহ দেখিয়েছেন। তাঁর এই প্রচেষ্টা নিঃসন্দেহে এক সাহসিক পদক্ষেপ, যা নতুন প্রজন্মের কৃষকদের অনুপ্রাণিত করতে পারে। দক্ষিণ বারাসাতের মাটিতে আঙ্গুর চাষের এই উদাহরণ বলছে—ইচ্ছা আর পরিশ্রম থাকলে সম্ভব সবই।
sonarpur update চ্যানেলে সবরকম ভিডিও দেখতে পাবেন আপনারা।আপনার জীবনের কঠীন লড়াই থেকে আপনার সফলতা,রাজনৈতিক ময়দান থেকে খেলার ময়দান,সবকিছুই আমরা তুলে ধরার চেষ্টা করবো।আপনাদের সাপোর্ট সর্বদাই চাই।
ফেসবুক পেজ : / 19tkzzqkjd
ইউটিউব চ্যানেল : / @sonarpurupdate
ওয়েবসাইট - https://sonarpurupdate.com/
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: