Armenian Church.আর্মেনিয়ান গীর্জা|ঢাকায় আর্মেনিয়দের শেষ স্মৃতি চিন্হ|Armenian church in dhaka.
Автор: To The Focus
Загружено: 2025-07-30
Просмотров: 293
Описание:
আর্মেনিয়ান চার্চ|ঢাকায় আর্মেনিয়ানদের শেষ স্মৃতিচিন্হ|Armenian church in dhaka@ToTheFocus
আর্মেনীয় গির্জা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্টধর্মীয় উপাসনালয়। এটি ১৭৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি পুরানো ঢাকার আর্মানিটোলায় অবস্থিত।ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তির আগমন ঘটে। গীর্জা নির্মাণের পূর্বে ঐ স্থানে ছিলো আর্মেনীয়দের একটি কবরস্থান। এই গির্জার জন্য জমি দান করেন আগা মিনাস ক্যাটচিক। ১৮৮০ সালে আর্থিক অনটনে পড়ে গির্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেওয়া হয়। ১৮৯৭ সালের ভূমিকম্পে গির্জার ঘড়িঘর বিধ্বস্ত হয়। গির্জার মূল ভবনটিতে ১৪ ফুট প্রশস্ত আঙিনা রয়েছে। আয়তাকার ভবনটি তিনটি অংশে বিভক্ত- একপাশে রেলিংবেষ্টিত উচ্চ বেদী, একটি কেন্দ্রীয় প্রার্থনাগৃহ এবং নারী ও শিশুদের জন্য সংরক্ষিত গ্যালিরিযুক্ত একটি অংশ। ১০ ফুট উঁচু বেদীটি সম্ভবত কাঠের তৈরি। বেদীটি দেয়াল থেকে ৪ ফুট দূরবর্তী অর্ধবৃত্তাকার গম্বুজবিশিষ্ট ছাদের নিচে স্থাপিত। গির্জার অঙ্গনে আর্মেনীয়দের কবরস্থান অবস্থিত। মৃত্যুর পর ঢাকার আর্মেনীদের কবর দেয়া হয় আর্মেনী গীর্জার চতুর্দিকের প্রাঙ্গণের পরিসর ছোট হওয়ার কারণেই হয়তো গীর্জাটির গোটা প্রাঙ্গণ এমনকি বারান্দার মেঝেতেও প্রচুর সমাধিফলক চোখে পড়ে। অধিকাংশ এপিটাফ বা স্মৃতিফলকে উদ্ধৃত রয়েছে ধর্মগ্রন্থের বাণী। এছাড়া জনৈক ক্যাটচিক আভেটিক থমাসের সমাধির ওপর তাঁর স্ত্রী কলকাতা থেকে কিনে এনে বসিয়েছিলেন সুন্দর এক মূর্তি, যা এখনো টিকে আছে। এপিটাফে তিনি তার স্বামীকে উল্লেখ করেছিলেন ‘বেস্ট অব হাজব্যান্ডস’ বলে।
গির্জার আশেপাশে রয়েছে প্রায় শ’’খানেক আর্মেনিয়ানের কবর। গির্জাটি ব্যক্তি মালিকানাধীন।
আর্মেনীয় গির্জাটি আরমানিটোলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর মাঝে চার্চ রোডে অবস্থিত। অষ্টাদশ শতকে পুরান ঢাকার আর্মেনীয় বসতি থেকেই গির্জাটি আর্মেনীয় গির্জা নামে পরিচিত হয়। একটি প্রাচীন প্রতিষ্ঠাফলক থেকে জানা যায় গির্জাটি ১৭৮১ সালে নির্মিত হয়েছিল। গির্জার ঘণ্টাঘরের পাশে ক্লক টাওয়ার হিসেবে একটি সুদৃশ্য গির্জাচূড়া ১৮৩৭ সালে নির্মাণ করা হয় যা ১৮৯৭ সালের বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে পড়ে।
--------------------------------------------------
Christmas,Christmas Day,Merry Christmas,Armenian,Armenian Church,Arminatola,ঢাকার সবচেয়ে পুরাতন গির্জা আর্মেনিয়ান চার্চ,আর্মেনিয়া,আর্মেনিয়ান চার্চ পুরান ঢাকা,আর্মেনিয়ান চার্চ এর ইতিহাস সম্পর্কে জানুন,আরমেনিয়ান চার্চ,আর্মেনিয়ান গির্জা ঢাকা,আর্মেনিয়ান গির্জা,আর্মেনিয়ার ধর্ম,আর্মেনিয়া রাজধানী,আর্মেনিয়ার আয়তন,আর্মেনিয়ার অর্থনীতি,আর্মেনিয়া দেশ,আর্মেনিয়া ভ্রমণ,আরমেনিয়ান গির্জা,আর্মেনিয়া বাংলাদেশ,old dhaka,Armenian church,tourist attraction of dhaka,dhaka city,dhaka 400 years,পুরান ঢাকা,ঢাকা,আরমেনিয়ান চার্চ,আর্মেনিয়ান চার্চ,ঢাকার চার্চ,আর্মেনিয়ান গির্জা,আরমেনিয়ান গির্জা,armenian church,armenian church dhaka,আর্মেনীয় গির্জা,আর্মেনিয়ান গির্জা ঢাকা,dhaka armenian church,armenian church of dhaka,church,church in dhaka,armenian church,armenian,armenian apostolic church,armenian church song,armenian church music,church,laval church,armenia,armenian liturgy,armenian music,texas armenian church,armenian church turkey,armenian churches,st mary's armenian church,armenian church in chennai,armenian church carrolton,armenian church of kolkatta,251 year old armenian church,surp giragos armenian church,armenian church sarcraments, armenian orthodox church, dhaka,armenian,আর্মেনিয়ান চার্চ পুরান ঢাকা, ঢাকার গির্জা,armenian church armanitola old dhaka,পুরান ঢাকার ঐতিহাসিক আর্মেনীয় গীর্জা,ঢাকার প্রাচীন গির্জা,oldest church in dhaka,আর্মেনিয়ান গির্জা,তিনশ বছরের পুরাতন আর্মেনীয় গির্জা,history of armenian church dhaka,historical armenian church dhaka,armanian church dhaka@ToTheFocus
------------------------------------------------------
#আর্মেনিয়ানচার্চ
#Armenianchurchindhaka
#আর্মেনিয়ানচার্চেরইতিহাস
#armenianchurchdhaka
#armeniansinasia
#rememberinghistory
#Historyofarmenianchurch
#armenians
#Christianity
#পুরানঢাকারঐতিহাসিকআর্মেনীয়গীর্জা
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: